TRENDING:

69th Filmfare Award: নয়া চমক! আর মায়ানগরী মুম্বই না, বদল হল ২০২৪ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের স্থান, কোথায় বলুন তো?

Last Updated:

69th Filmfare Award: বদলে গেল ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানস্থল। বাণিজ্যনগরী মুম্বই নয়, ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের আয়োজন করবে গুজরাত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বদলে গেল ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানস্থল। বাণিজ্যনগরী মুম্বই নয়, ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের আয়োজন করবে গুজরাত। সিনেমাজগতের অন্যতম চমকপ্রদ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ফিল্মফেয়ার, যা প্রতি বছর অনুষ্ঠিত হয়। হাজির হয় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে এই প্রথম মুম্বই ছাড়া অন‍্যরাজ‍্যে অনুষ্ঠিত হবে ফিল্মফেয়ার।
নয়া চমক! আর মায়ানগরী মুম্বই না, বদল হল ২০২৪ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের স্থান
নয়া চমক! আর মায়ানগরী মুম্বই না, বদল হল ২০২৪ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের স্থান
advertisement

আরও পড়ুনঃ দুর্ঘটনায় জখম ‘নিম ফুলের মধু-র রুবেল, দর্শককে প্রার্থনার আর্জি বান্ধবী শ্বেতার

গত বুধবার রাজ্য সরকারের পর্যটন কর্পোরেশন বিনোদন এবং লাইফস্টাইলের ওপর এই বিশেষ সম্মানের জন্য সংস্থা ওয়ার্ল্ডওয়াইড মিডিয়ার সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষর করেছে। গুজরাতকে সিনেমার আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে।

advertisement

আগামী বছর, গুজরাত প্রথমবার এই ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করবে। তবে প্রথমবার এই অনুষ্ঠানের মাধ্যমে গুজরাত রাজ্যটি একটি চলচ্চিত্র গন্তব্য হিসেবে প্রকাশ্যে আসবে। এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষে মউ স্বাক্ষর করেছে ট্যুরিজম কর্পোরেশন অফ গুজরাত লিমিটেডের (TCGL) এমডি সৌরভ পারঘি এবং ওয়ার্ল্ডওয়াইড মিডিয়ার (WWM)-এর পক্ষে গুজরাত প্রধানের উপস্থিতিতে সিইও দীপক লাম্বা। গান্ধিনগরে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের উপস্থিতিতে স্বাক্ষর হয় চুক্তিটি।

advertisement

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, ২০২৪ সালের ফিল্মফেয়ার পুরস্কারটি গুজরাতের জন্য একটি বড় পদক্ষেপ। সিএম প্যাটেল ছাড়াও পর্যটন মন্ত্রী মালুভাই বেরা এবং অন্যান্য সিনিয়র মন্ত্রী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে বলিউড অভিনেতা টাইগার শ্রফও উপস্থিত ছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, ‘‘একটি মর্যাদাপূর্ণ পুরস্কারের অনুষ্ঠান আয়োজন করা হবে গুজরাতে। বিপুল সংখ্যক সেলিব্রিটি, পরিচালকেরা আসতে চাইবেন এখানে। গুজরাত সরকার রাজ্যটিকে একটি চলচ্চিত্র গন্তব্য হিসাবে প্রচার করতে চাইছে। এই অনুষ্ঠানটি রাজ্যের পর্যটন এবং স্থানীয় অর্থনীতির উন্নতিতে সাহায‍্য করবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
69th Filmfare Award: নয়া চমক! আর মায়ানগরী মুম্বই না, বদল হল ২০২৪ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের স্থান, কোথায় বলুন তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল