১) বাহুবলি যেখানে শেষ হয়েছিল, সেই রহস্য ফাঁসই বাহুবলি ২-এর আসল তুরুপের তাস ৷ কাটাপ্পা ও বাহুবলি জুটির দ্বন্দ্ধই এই ছবির আসল ট্যুইস্ট ৷
২) এখনও পর্যন্ত তৈরি ভারতের সবচেয়ে খরচা বহুল ছবি বাহুবলি ২ ৷ এই রাজা মৌলির তৈরি ম্যাগনাম ওপাস, নজর কেড়েছিল গোটা দুনিয়ায় ৷ বাহুবলি-র সেই স্মৃতিকে উসকেই বাহুবলি ২ !
advertisement
৩) জানা গিয়েছে, বাহুবলি ২-তে দেখা যাবে দুটি বিরাট মাপের যুদ্ধের দৃশ্য ৷ প্রথম বাহুবলি ছবির যুদ্ধের দৃশ্য নজর কেড়েছিল গোটা দুনিয়ায় ৷ আর এবার ২ টো যুদ্ধ ৷ চমক তে বেশি থাকবেই !
৪) প্রথম বাহুবলিতে অনুষ্কা শেট্টির অভিনয় দেখানোর সুযোগ ছিল না৷ সিকোয়েলে এবার একাই কামাল দেখাবেন অনুষ্কা ৷ সঙ্গে অবশ্যই রয়েছে রামাইয়া !
৫) জানা গিয়েছে, বাহুবলি ২-এর ক্ল্যাইম্যাক্স নাকি গায়ে কাঁটা দেওয়ার মতো ৷ এমনকী, এই ছবি সমাপ্তি, আরেক রহস্যের জন্ম দেবে !
