এবার পুজোয় মুক্তি পাচ্ছে:
১) PS 1:
Ponniyin Selvan: 1 (ওরফে) PS 1 কালকির পাঁচ দশক আগে লেখা ঐতিহাসিক উপন্যাসের উপর ভিত্তি করে বানানো এক সিনেমা। Ponniyin Selvan হল একটি ঐতিহাসিক কল্পকাহিনী, যার বেশিরভাগই বাস্তব ঐতিহাসিক চরিত্র এবং বাস্তব ঐতিহাসিক ঘটনা রয়েছে৷ সিনেমার তারকা তালিকার মধ্যে রয়েছে বিক্রম, জয়ম রবি, কার্তি, ঐশ্বর্য রাই বচ্চন, ত্রিশা, জয়রাম, শোভিতা ধুলিপালা, ঐশ্বর্য লক্ষ্মী, বিক্রম প্রভু এবং অশ্বিন কাকুমানু। সহ অভিনেতা হিসেবে দেখা যাবে আর. শরথকুমার, আর. পার্থিবন, প্রভু, প্রকাশ রাজ, রহমান এবং অন্যান্যদের। মণি রত্নম তাঁর প্রোডাকশন স্টুডিও মাদ্রাজ টকিজের অধীনে, লাইকা প্রোডাকশনের ব্যানারে আলিরাজাহ সুবাসকারনের সঙ্গে সিনেমাটি প্রযোজনা করেছেন। সঙ্গীত পরিচালনা করেছেন এ.আর. রহমান, সিনেমাটোগ্রাফি পরিচালনা করেছেন রবি বর্মন। আগামী ৩০সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি। মানে বুঝতেই পারছেন আরেকটা ধামাকা আসতে চলেছে এই পুজোয়।
advertisement
২) বিক্রম বেদা:
আজ মুক্তি পেয়েছে পুষ্কর গায়ত্রী পরিচালিত 'বিক্রম বেদা' ছবির টিজার। সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার শেয়ার করে নিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। ' হাড় হিম করা সিনেমাটির থেকে ঋত্বিক রোশন (Hrithik Roshan) আর সইফ আলি খান (Saif Ali Khan)-এর সংলাপের ঝলক দেখা গেছে। ১ মিনিট ৫৪ সেকেন্ডের টিজার দেখেই দর্শক চমকে গেলেন পুরো। বাকি সিনেমা যে দর্শক হলে গিয়ে দেখবেই, তা এখনই নিশ্চিত। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।
৩) কাছের মানুষ:
এই বছরের পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। কলকাতার নস্ট্যালজিয়ায় মাখলেন দেব (Dev) আর ঈশা সাহা (Ishaa Saha)। মুক্তি পাচ্ছে এই পুজোয়। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।
৪) কর্ণসুবর্ণের গুপ্তধন:
এইবার পুজোয় ফের সোনাদা। দুর্গেশগড়ের গুপ্তধনের পর আরেকবার ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেনের। আবির চট্টোপাধ্যায় অর্থাৎ পর্দার সোনাদা যেভাবে চরিত্রটিকে ফুটিয়ে তোলেন, তাতে কোথাও গিয়ে ব্যোমকেশের ছোঁয়া থাকে না। অন্যদিকে অর্জুন চক্রবর্তী ও ঈশা সাহার রসায়নও অনবদ্য। আগামী ৩০ সেপ্টেম্বর আসছে কর্ণসুবর্ণের গুপ্তধন। সম্প্রতি সিনেমার টিজার এসেছে, দর্শকরা খুব পছন্দ করেছেন সেটি।
৫) বৌদি ক্যান্টিন:
পরমব্রতর নির্দেশে রান্নাঘর সামলাচ্ছেন শুভশ্রী, সঙ্গী সোহমও। 'অভিযান'-এর পর এখন 'বৌদি ক্যান্টিন' নিয়ে ব্যস্ত পরমব্রত। একটি মধ্যবিত্ত বাড়ির বধূর জীবনের বিভিন্ন ওঠাপড়া সামাজিক চিত্রকে তুলে ধরবে এই ছবি। এই পুজোতেই হলে আসছে সিনেমাটি।