সেন্ট জর্জেস পার্কে ইংলিশ ফুটবলাররা ব্যস্ত বিশ্বকাপের প্রস্তুতিতে। গ্যারেথ সাউথগেটের দল এবার কিছু একটা করে দেখাতেই চায়। কারণ, ৫২ বছর হয়ে গিয়েছে ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে। তারপর ঝুলি শূন্য। হঠাৎ করেই ফুটবলারদের পায়ে দিকে নজর যেতে ধরা পড়ছে কোনও না কোনও নাম।
advertisement
এই দলের অন্যতম বর্ষীয়ান জেমি ভার্ডির বুটে লেখা স্ত্রী রেবেকা আর দুই মেয়ে সোফিয়া আর ইলার নাম। ইংলিশ স্ট্রাইকার ডেনি ওয়েলব্যাক বুটে লিখেছেন তাঁর ডাকনাম ‘ওয়েলবজ’। রাহিম স্টার্লিনের বুটে ফুটে উঠেছে আনরুলি। আবার হেন্ডারসনের বুটে লেখা মেয়ে অ্যালেক্সার নাম। টুইটারে জেলিগার্জফোরটিন বলেই অ্যাকাউন্ট আছে জেসাস লিনগার্ডের। সেই ট্যুইটার অ্যাকাউন্ট ধরা পড়ছে তাঁর বুটে। ছেলেই তাঁর শক্তি ৷ এই মন্ত্রই বুটে লিখেছেন ‘জ্যাক লিভমোর’।
এ সবের মধ্যেই কোস্টারিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে উনিশ বছরের ট্রেন্ট আলেকজান্ডারের।