বাঁকুড়া এক নম্বর ব্লকের জগদল্লা ১ নম্বর অঞ্চলে এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া ১ নাম্বার ব্লকের ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। জগদল্লা এক তৃণমূল দলীয় কার্যালয় তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করে বিজেপি বুথ সাধারণ সম্পাদক সোমনাথ দাসের দাবি, বিজেপি করে এলাকার উন্নয়ন না করতে পেরেই তৃণমূলের উন্নয়নের শামিল হতেই এই যোগদান।
advertisement
আরও পড়ুন: ইডি হেফাজতেই বড় কাণ্ড ঘটালেন অরবিন্দ কেজরিওয়াল! তুমুল শোরগোল, শুনলে চমকে উঠবেন!
বিজেপি নেতৃত্ব অবশ্য সোমনাথ দাসকে বিজেপির নেতা বলে মানতেই নারাজ। অবশ্য পর মুহূর্তেই বিজেপি জেলা নেতৃত্বের দাবি, এইসব মানুষ চলে গেলেই ভাল। ধান্দা রয়েছে তাই যোগদান করেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 24, 2024 12:55 PM IST
