TRENDING:

PM Modi interview to News18: বিজেপি ক্ষমতায় এলেও কি দিতে হবে উত্তরাধিকার কর? সম্পত্তি পুনর্বণ্টন নিয়ে কী অবস্থান নরেন্দ্র মোদির?

Last Updated:

কংগ্রেস নেতাদের কথায়, সাধারণ মানুষকে নরেন্দ্র মোদি যা বোঝাচ্ছেন, তার উল্লেখ কখনওই কংগ্রেসের ইশতেহারে করা হয়নি৷ এমনকি, পিত্রোদা নিজেও জানিয়েছেন, এই সংক্রান্ত মন্তব্য একেবারেই তঁর নিজস্ব এবং ব্যক্তিগত৷ এর সঙ্গে তাঁর দল, অর্থাৎ, কংগ্রেসের কোনও যোগসূত্র নেই৷ বলাবাহুল্য, পিত্রোদার মন্তব্য থেকে যথাসাধ্য দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে কংগ্রেসও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: উত্তরাধিকার কর এবং ভারতবর্ষ জুড়ে আর্থ সামাজিক এবং জাতি সুমারি করার পরিকল্পনা সংক্রান্ত বর্ষীয়ান কংগ্রেস নেতা সাম পিত্রোদার মন্তব্য ঘিরে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ একের পর এক সভায় পিত্রোদার মন্তব্যকে ঘিরে কংগ্রেসকে আক্রমণ করতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ অন্যদিকে, সাম পিত্রোদা নিজে এবং কংগ্রেসের তরফে তো অবশ্যই, দাবি করা হচ্ছে যে, কংগ্রেসের ইশতেহার পত্রে যে আর্থ সামাজিক ও জাতি সুমারির কথা বলা হয়েছে, সেখানে কখনওই সম্পত্তি পুনর্বণ্টনের কথা বলা হয়নি৷ কংগ্রেস নেতাদের কথায়, সাধারণ মানুষকে নরেন্দ্র মোদি যা বোঝাচ্ছেন, তার উল্লেখ কখনওই কংগ্রেসের ইশতেহারে করা হয়নি৷ এমনকি, পিত্রোদা নিজেও জানিয়েছেন, এই সংক্রান্ত মন্তব্য একেবারেই তাঁর নিজস্ব এবং ব্যক্তিগত৷ এর সঙ্গে তাঁর দল, অর্থাৎ, কংগ্রেসের কোনও যোগসূত্র নেই৷ বলাবাহুল্য, পিত্রোদার মন্তব্য থেকে যথাসাধ্য দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে কংগ্রেসও৷
সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি
সাক্ষাৎকারে নরেন্দ্র মোদি
advertisement

এই পরিস্থিতিতে নিউজ ১৮ -কে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে প্রশ্ন করা হয়৷ তার উত্তরে তিনি যা বলেন, তা প্রশ্নোত্তর আকারে প্রকাশ করা হল এই প্রতিবেদনে৷

রাহুল: সম্প্রতি কংগ্রেস নেতা সাম পিত্রোদার করা উত্তরাধিক কর (inheritance tax) সংক্রান্ত মন্তব্য সাড়া ফেলেছে ইতিমধ্যেই৷ এই কর নীতি অনুযায়ী, কোনও ব্যক্তি সারা জীবন ধরে যে সম্পত্তি নিজ কষ্টে অর্জন করেন এবং মৃত্যুর পরে তা পরবর্তী প্রজন্মের কাছে উত্তরাধিকার সূত্রে দিয়ে যান, সেই সম্পত্তির উপরে কর ধার্য করা হয়৷ এই কর মূল্য সাধারণত অনেক বেশি হয়ে থাকে৷ আপনি কি বলতে পারেন, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে কোনওদিন এই কর কার্যকর হবে না?

advertisement

নরেন্দ্র মোদি: ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে যা যা করতে চায়, তা তাদের ইস্তেহার পত্রেই লেখা রয়েছে৷ আপনি কী করে ভাবলেন, ওদের কোনও কথা আমরা কার্যকর করব? ভারতীয় জনতা পার্টির নীতি অত্যন্ত স্পষ্ট৷ আমরা আমাদের দেশকে আমাদের কাজ এবং আমাদের ইশতেহারের ঊর্ধ্বে রাখি৷ ওদের এসব মহান ভাবনাচিন্তা দয়া করে আমাদের উপরে চাপাবেন না৷

advertisement

রাহুল: রাহুল গান্ধি একটা এক্স-রে অথবা আর্থ সামাজিক সুমারির কথা বলেছেন৷ যাতে জাতিগত সুমারিও করা হবে৷ এই প্রাতিষ্ঠানিক সমীক্ষার উদ্দেশ্য হবে ভারতের কোন কোন অংশের মানুষ এখনও পিছিয়ে রয়েছেন তা খতিয়ে দেখা এবং সেই অনুযায়ী সম্পত্তি পুনর্বণ্টন করা…

নরেন্দ্র মোদি: যাঁরা নিজেদের রাজনৈতিক বিশেষজ্ঞ বলে মনে করেন, তাঁরা এঁদের জিজ্ঞাসা করুন, তাঁরা যেটা বলছেন, সেটা যদি বাস্তবসম্মত হয়, ওঁরা তো নিজেরা ৫০-৬০ বছর ক্ষমতায় ছিলেন, ওঁরাই তো এটার জন্ম দিয়েছেন, এই পরিস্থিতি কেনই বা হতে দিলেন ওঁরা?

advertisement

দ্বিতীয়ত, এক্স-রে মানে প্রত্যেকটা বাড়িতে ঢুকে তল্লাশি চালানো, যদি কোনও মহিলা তাঁর বাসনপত্রের মাঝখানে সোনা লুকিয়ে রাখেন, তা খুঁজে বের করা ও সেই সম্পত্তি বা টাকা পুনর্বণ্টন করা৷ এই ধরনের মাওবাদী আদর্শ বা নীতি আজ পর্যন্ত বিশ্বের কোনও উপকারে আসেনি৷ এই ধরনের ভাবনাচিন্তা একেবারে ‘আর্বান নকশাল’দের ভাবনাচিন্তা৷ এই কারণেই কংগ্রেসের ইশতেহার প্রকাশের ১০ দিন পরেও জামাত চুপ করে রয়েছে৷ কারণ এটা ওদেরও সাহায্য করবে৷ ওরা ওদের আড়াল করার জন্যই চুপ করে রয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঠিক এই কারণেই আমার মনে হয়, এ বিষয়ে দেশকে জানানো আমার দায়িত্ব৷ আমার কর্তব্য জানানো যে, ওরা আপনাকে লুট করার চেষ্টা করছে৷ ওরা স্পষ্ট করে দিয়েছে ওদের উদ্দেশ্য কী!

বাংলা খবর/ খবর/নির্বাচন/
PM Modi interview to News18: বিজেপি ক্ষমতায় এলেও কি দিতে হবে উত্তরাধিকার কর? সম্পত্তি পুনর্বণ্টন নিয়ে কী অবস্থান নরেন্দ্র মোদির?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল