TRENDING:

Narendra Modi: কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের! দিল্লির উদাহরণ দিয়ে সিঙ্গুরে দাবি মোদির

Last Updated:

সিঙ্গুরের সভা থেকে তৃণমূলের শাসনকে জঙ্গলরাজের সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

advertisement
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির যে অবস্থা হয়েছে, বাংলায় তৃণমূলেরও একই পরিণতি হতে চলেছে৷ রবিবার সিঙ্গুরের জনসভা থেকে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী বলেন, বাংলায় তৃণমূলের মতো আপ সরকারও কেন্দ্রের জনমুখী প্রকল্পগুলি থেকে দিল্লির সাধারণ মানুষকে বঞ্চিত করে রেখেছিল৷ যার পরিণতি হিসেবে গত বিধানসভা নির্বাচনে দিল্লির মানুষ আপ-কে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে বলেও দাবি করেন মোদি৷
আপ-এর উদাহরণ দিয়ে তৃণমূলকে আক্রমণ মোদির৷
আপ-এর উদাহরণ দিয়ে তৃণমূলকে আক্রমণ মোদির৷
advertisement

এ দিনও সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার সাধারণ এবং দরিদ্র মানুষের কল্যাণে যে সামাজিক প্রকল্পগুলি চালু করছে, সেগুলির সুফল বাংলার মানুষ পাচ্ছে না৷ কারণ তৃণমূল কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলি রাজ্যে চালু করার ক্ষেত্রে বাধা দিচ্ছে৷

প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূলের মোদিকে নিয়ে সমস্যা থাকতে পারে৷ বিজেপি-র সঙ্গে রাজনৈতিক লড়াই থাকতে পারে৷ কিন্তু ওরা তো বাংলার মানুষকেই নিজেদের শত্রু ভেবে নিয়েছে৷ তাই কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা থেকে তৃণমূল বাংলার মানুষকে বঞ্চিত করছে৷’

advertisement

এর পরেই দিল্লির উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দিল্লিতেও এরকমই একটি রাজ্য সরকার ছিল৷ যারা কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করতে দিত না৷ আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের সুবিধা পেতেন না দিল্লির মানুষ৷ তাই গত বিধানসভা ভোটে দিল্লিবাসী সেই সরকারকেই ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে৷ ভোটাররা জেগে উঠেছে৷ দেশে যে সরকারই উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে, মানুষ তাদের শাস্তি দিয়েছে৷ এখানকার নির্মম তৃণমূল সরকারকেও মানুষ শিক্ষা দেবে৷’ শুধু দিল্লি নয়, ডবল ইঞ্জিন সরকার থাকলে কেমন উন্নয়ন হয় তা বোঝাতে ত্রিপুরার উদাহরণও দিয়েছেন মোদি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাবেকিয়ানাকে ছাপিয়ে আধুনিক চমক! কালনার সরস্বতী পুজোয় AI ভাবনায় দেবী
আরও দেখুন

প্রসঙ্গত, প্রায় ১২ বছর পর গত বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে একপেশে জয় পায় বিজেপি৷ ১২ বছরের শাসনের পর মুখ থুবড়ে পড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi: কেজরিওয়ালের আম আদমি পার্টির মতো পরিণতি হবে তৃণমূলের! দিল্লির উদাহরণ দিয়ে সিঙ্গুরে দাবি মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল