এ দিনও সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার সাধারণ এবং দরিদ্র মানুষের কল্যাণে যে সামাজিক প্রকল্পগুলি চালু করছে, সেগুলির সুফল বাংলার মানুষ পাচ্ছে না৷ কারণ তৃণমূল কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলি রাজ্যে চালু করার ক্ষেত্রে বাধা দিচ্ছে৷
প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূলের মোদিকে নিয়ে সমস্যা থাকতে পারে৷ বিজেপি-র সঙ্গে রাজনৈতিক লড়াই থাকতে পারে৷ কিন্তু ওরা তো বাংলার মানুষকেই নিজেদের শত্রু ভেবে নিয়েছে৷ তাই কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা থেকে তৃণমূল বাংলার মানুষকে বঞ্চিত করছে৷’
advertisement
এর পরেই দিল্লির উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দিল্লিতেও এরকমই একটি রাজ্য সরকার ছিল৷ যারা কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করতে দিত না৷ আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পের সুবিধা পেতেন না দিল্লির মানুষ৷ তাই গত বিধানসভা ভোটে দিল্লিবাসী সেই সরকারকেই ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে৷ ভোটাররা জেগে উঠেছে৷ দেশে যে সরকারই উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে, মানুষ তাদের শাস্তি দিয়েছে৷ এখানকার নির্মম তৃণমূল সরকারকেও মানুষ শিক্ষা দেবে৷’ শুধু দিল্লি নয়, ডবল ইঞ্জিন সরকার থাকলে কেমন উন্নয়ন হয় তা বোঝাতে ত্রিপুরার উদাহরণও দিয়েছেন মোদি৷
প্রসঙ্গত, প্রায় ১২ বছর পর গত বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে হারিয়ে দিল্লিতে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে একপেশে জয় পায় বিজেপি৷ ১২ বছরের শাসনের পর মুখ থুবড়ে পড়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি৷
