লোকসভা নির্বাচনের আগে মোদি এই সংসদে দাঁড়িয়েই দাবি করেছিলেন, বিজেপি একাই ৩৭০ অথবা তার বেশি আসন পাবে৷ কিন্তু নির্বাচনের ফলে দেখা গিয়েছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠতার অনেক আগে থেমে গিয়েছে৷ নীতীশ কুমার, চন্দ্রবাবু নায়ডুদের দল জেডিইউ এবং টিডিপি-র উপরেই পুরোপুরি নির্ভরশীল মোদি সরকার৷ তবু এ দিন এনডিএ-র দলনেতা নির্বাচিত হয়ে সংসদে দাঁড়িয়ে মোদি বুঝিয়ে দিয়েছেন, ভোটের ফলেও তিনি এতটুকু দমছেন না৷
advertisement
আরও পড়ুন: বিরাট খবর! নিজের ‘ভবিষ্যদ্বাণী’ না মিলতেই বড় দাবি প্রশান্ত কিশোরের! তোলপাড় পড়ল দেশে
মোদি এ দিন বলেন, ‘আগামী দশ বছর আমরা ক্ষমতায় থাকব৷’ প্রথমে মোদিনর মুখে এ কথা শুনে কিছুটা থমকে গিয়েছিলেন বিজেপি এবং এনডিএ সাংসদরাও৷ অনেকেই ভেবেছিলেন প্রধানমন্ত্রী হয়তো মুখ ফস্কে দশ বছরের কথা বলে ফেলেছেন৷ তখনই মোদি ফের বলেন, আমি জোরের সঙ্গেই বলছি, আগামী দশ বছর আমরাই ক্ষমতায় থাকব৷ এই সময়ের মধ্য নারীশক্তি, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জীবনে বদল আনাই হবে আমাদের সরকারের লক্ষ্য৷ মানুষের দৈনন্দিন জীবনে সরকারি হস্তক্ষেপ যত কম হবে, তত গণতন্ত্র মজবুত হবে৷ এটা ভাল প্রশাসনের একটা অঙ্গ৷ সবাই মিলে উন্নত ভারতের স্বপ্নকে সত্যি করব৷’
এবার ওড়িশাতেও ক্ষমতায় এসেছে বিজেপি৷ আত্মবিশ্বাসী মোদি দাবি করেছেন, প্রভু জগন্নাথের আশীর্বাদে আগামী ২৫ বছর ওড়িশায় বিজেপি সরকারই ক্ষমতায় থাকবে৷
মোদি এ দিন দাবি করেছেন, ভারতের রাজনৈতিক ইতিহাসে সবথেকে সফল জোটের নাম এনডিএ৷ বিরোধীদের তীব্র কটাক্ষ করেও মোদি বলেন, টসব দলের সাংসদ আমার চোখে সমান৷ এই কারণেই তিরিশ বছর ধরে এনডিএ মজবুত হয়েছে৷ নিজের পর বলে এনডিএ-তে কিছু নেই৷ সেই কারণেই মানুষ আমাদের উপরে ভরসা রেখে চলেছেন৷ শুধুমাত্র ক্যামেরার সামনে হাত মিলিয়ে ছবি তুলিনি, আমরা তৃণমূল স্তরে একসঙ্গে কাজ করেছি, সাহায্য করেছি বলেই আজকে সাফল্য এসেছে৷ট