সিঙ্গুরের সভার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, সবাই এখানে একই ভাবনা নিয়ে এসেছে, ‘আসল পরিবর্তন চাই৷ সবাই ১৫ বছরের জঙ্গলরাজের অবসান চায়৷ বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোট বিহারে জঙ্গলরাজ আটকেছে৷ এবার বাংলায় তৃণমূলের মহাজঙ্গলরাজ অবসানে সবাই তৈরি৷’
একই সঙ্গে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ‘কেন্দ্রে তাঁর সরকারই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে৷ মোদির প্রশ্ন, তৃণমূল তো দিল্লিতে সনিয়া গান্ধির সরকারে ছিল, তখন এই কাজগুলি হয়নি কেন? আমার বাংলার প্রতি ভালোবাসা আছে। তাই এই সব কাজ করছি৷’
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলায় তৃণমূলের মহা জঙ্গলরাজের অবসান এবং বিজেপি-র সুশাসন শুরু হওয়া খুবই জরুরি৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিলা এবং যুব সমাজকে সমাজে পরিবর্তনের মাধ্যম করেছিলেন৷ বাংলার মা, বোন এবং যুব সমাজকে নিজেদের আওয়াজ জোরাল করতে হবে৷ তৃণমূল শাসনে বাংলা মহিলারা নিরাপদ নয়৷ এখানকার শিক্ষা ব্যবস্থাও মাফিয়া এবং দুর্নীতিবাজদের কব্জায় রয়েছে৷’
প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এক জেলা এক পণ্য নীতিতে জোর দেবে৷ হুগলি জেলার ধনেখালির শাড়ি, আলু,পেঁয়াজের মতো ফসলকে আন্তর্জাতিক স্তরে বিপণনের উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী৷ রাজ্যে আইনের শাসন নেই বলেও অভিযোগ করেছেন মোদি৷ সিন্ডিকেট ট্যাক্স নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি৷ বাংলায় ক্ষমতায় এলে বিজেপি সিন্ডিকেট ট্যাক্সের জুলুম শেষ করবে বলেও দাবি করেছেন মোদি৷
