ইডির হেফাজতে যাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম নির্দেশ দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দিল্লির জল সরবরাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিয়েছেন কেজরিওয়াল। ওই দফতরের মন্ত্রী অতিশী মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা জানিয়েছেন।
আরও পড়ুন: ৬০০ কোটি! ভোটের মুখেই ভয়ঙ্কর অভিযোগ তুলে দিলেন দিলীপ ঘোষ! ‘ঝড়’ উঠল বলে
আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার রাতেই কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি৷ কেজরিওয়ালের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সেই রাতেই সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আপ৷ কিন্তু জরুরি শুনানির আর্জিতে সাড়া দেয়নি শীর্ষ আদালত৷ তার পর শনিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি৷ ইডি আদালতে জানায়, অর্থ তছরুপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। অপরাধে সরাসরি যুক্ত ছিলেন তিনি। ইডির দাবি, আবগারি ‘দুর্নীতি’র টাকা গোয়া এবং পঞ্জাবের বিধানসভা নির্বাচনে কাজে লাগিয়েছিল আপ। এরপরই ২৮ মার্চ পর্যন্ত কেজরিওয়ালকে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
advertisement
আরও পড়ুন: সদ্য যোগ বিজেপিতে, তারপরই কৌস্তভ বাগচীর বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড! মাথায় হাত BJP নেতার
আপাতত ইডির হেফাজতেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এই পরিস্থিতিতে রাজ্যে রীতিমতো সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হতে পারে, সেই আশঙ্কা করা হচ্ছিল। এরই মধ্যে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করে দিলেন কেজরি। প্রশ্ন হচ্ছে, এভাবে কতদিন চলতে পারে? আপের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জেলে থেকেই সরকার চালাবেন কেজরিওয়াল।