গারুলিয়ার লেনিন নগর খেলার মাঠ থেকে তিনি ভোট প্রচার শুরু করে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, ”একাধিকবার বলেছিলাম সন্দেশখালি থেকে নৈহাটিতে সিবিআই এসে পৌঁছবে। এবার পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থ ভৌমিকের নাম জড়িয়েছে। খুব শীঘ্রই দেখবেন তিহার জেলে বসে উনি নির্বাচন লড়বেন।”
আরও পড়ুন: মিলল বিশ্বের সেরা চালের স্বীকৃতি, দেশের এই চালেই মজেছে সকলে! আপনিও কি এই চালের ভাতই খান?
advertisement
অন্যদিকে, প্রচারে বেরিয়ে পার্থ ভৌমিক ব্যারাকপুরে গুন্ডারাজ দমন করার দাবি করছেন। এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, ”তার মানে এখানে গুন্ডারাজ কায়েম আছে। সরকার তৃণমূলের। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবুও গুন্ডারাজ কায়েম হয় কী করে!” তাঁর দাবি, বিজেপিতে একটাও গুন্ডা নেই।
—- অরুণ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2024 7:46 PM IST