১৪ মে, আগামী সোমবারই হবে পঞ্চায়েত নির্বাচন ৷ পঞ্চায়েত ভোটের নিরাপত্তা সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রায় দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। রায়ে তাঁরা বলেছেন,
পঞ্চায়েত ভোট যে কোনও দিন হতে পারে। ভোটের জন্য রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ব্যবস্থায় কমিশন সন্তুষ্ট হওয়ায় আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তবে, আদালত এই নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট নয়।
advertisement
নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট নয় বলেই, ভোটের হিংসায় ক্ষতিপূরণের প্রশ্নে এ দিন নজিরবিহীন নির্দেশ দিয়েছে আদালত।
২০১৩ সালে পাঁচ দফায় পঞ্চায়েত ভোটে যত মানুষ মারা গিয়েছিলেন বা যত জন আক্রান্ত হয়েছিলেন, এবার সেই সংখ্যাটি ছাপিয়ে গেলে, ভোটের দায়িত্বে থাকা আধিকারিকদের বেতন কেটে ক্ষতিপূরণ দিতে হবে। টাকা কম পড়লে, সংশ্লিষ্ট আধিকারিকদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।
আদালতের নির্দেশে, ২০১৩'র উল্লেখও ছিল ইঙ্গিতবাহী।
সুপ্রিম কোর্টের নির্দেশে ই-মনোনয়ন নিয়েও জটিলতা কেটে যাওয়ায় পঞ্চায়েত ভোটে বাধা রইল না।
আরও পড়ুন: আদালতের চোখে ‘ঠুলি’ পরাচ্ছে কমিশন, হাইকোর্টে ফের ভর্ৎসনার মুখে নির্বাচন কমিশন