TRENDING:

পর্দা না পোশাক ! একতা কাপুরকে নিয়ে তুমুল হট্টগোল সোশ্যাল সাইটে !

Last Updated:

একী পরলেন বলিউডের সোপ ক্যুইন একতা কাপুর ! পর্দা নাকি পোশাক ! গাউন নাকি কাপড়ের ঢের !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: একী পরলেন বলিউডের সোপ ক্যুইন একতা কাপুর ! পর্দা নাকি পোশাক ! গাউন নাকি কাপড়ের ঢের ! গত বুধবার থেকে নেটদুনিয়া একেবারে উত্তাল একতা কাপুরের এই পোশাক নিয়ে ৷ ইনস্টাগ্রাম, ট্যুইটার, ফেসবুক প্রায় প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতেই ছবি পোস্ট করতেই, নেটিজেনরা যেন ঝাঁক ঝাঁকে ঝাঁপিয়ে পড়েন একতা ওপর ৷ আর সোজাসুজি একতার পোশাক নিয়ে তুমুল সমালোচনা !
advertisement

আরও পড়ুন 

‘সঞ্জু’তে দেখানো তথ্য ভুল, আইনি নোটিশ পাঠালেন আবু সালেম

গপ্পোটা হল, বুধবার ‘ইয়ে হ্যায় মহব্বতে’-এর পার্টিতে হাজির হয়েছিলেন একতা ৷ একতার পরনে ছিল মেরুন রঙের গাউন, যা কিনা অদ্ভুত ভাবে ড্রেপ করা ৷ সঙ্গে নীল রঙের জিনস ৷ একতার গাউন দেখলে মনে হতেই পারে, এটা পোশাক কম, পর্দা বেশি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

একতা কাপুরের এই পোশাক নিয়েই আপাতত উত্তাল হয়ে উঠেছে নেট দুনিয়া ৷ নেটিজেনরা একতা নিয়ে রীতিমতো শুরু করে দিয়েছেন রসিকতা ৷ তবে এ নিয়ে আপাতত কোনও মন্তব্য করেননি একতা কাপুর ৷ বরং ব্যাপারটাকে বিন্দাস ভাবেই দেখছেন একতা কাপুর ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
পর্দা না পোশাক ! একতা কাপুরকে নিয়ে তুমুল হট্টগোল সোশ্যাল সাইটে !