আরও পড়ুন
‘সঞ্জু’তে দেখানো তথ্য ভুল, আইনি নোটিশ পাঠালেন আবু সালেম
গপ্পোটা হল, বুধবার ‘ইয়ে হ্যায় মহব্বতে’-এর পার্টিতে হাজির হয়েছিলেন একতা ৷ একতার পরনে ছিল মেরুন রঙের গাউন, যা কিনা অদ্ভুত ভাবে ড্রেপ করা ৷ সঙ্গে নীল রঙের জিনস ৷ একতার গাউন দেখলে মনে হতেই পারে, এটা পোশাক কম, পর্দা বেশি ৷
advertisement
একতা কাপুরের এই পোশাক নিয়েই আপাতত উত্তাল হয়ে উঠেছে নেট দুনিয়া ৷ নেটিজেনরা একতা নিয়ে রীতিমতো শুরু করে দিয়েছেন রসিকতা ৷ তবে এ নিয়ে আপাতত কোনও মন্তব্য করেননি একতা কাপুর ৷ বরং ব্যাপারটাকে বিন্দাস ভাবেই দেখছেন একতা কাপুর ৷
Location :
First Published :
July 27, 2018 2:09 PM IST