TRENDING:

Job Vacancy: Railway Recruitment 2022: শুধুমাত্র ইন্টারভিউতে পাশ করলেই রেলে চাকরি, বিস্তারিত জানুন

Last Updated:

Job Vacancy: Railway Recruitment 2022: রেলওয়েতে সিনিয়র আবাসিকদের পদে নিয়োগ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি নর্দান রেলওয়ের (Northern Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে নর্দান রেলওয়ে হাসপাতালে সিনিয়ার রেসিডেন্ট পদে নিয়োগের জন্য (Job Vacancy) আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা নর্দান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Job Vacancy: railway recruitment
Job Vacancy: railway recruitment
advertisement

Railway Recruitment 2022: ইন্টারভিউয়ের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রেলওয়েতে সিনিয়র আবাসিকদের পদে (Job Vacancy) নিয়োগ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে। ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউতে অংশ নিতে পারেন। রেলওয়ে ৩ এবং ৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে এই ঠিকানায় ইন্টারভিউ পরিচালনা করা হবে, ‘অডিটোরিয়াম, ১ম তলা, একাডেমিক ব্লক, নর্দান রেলওয়ে সেন্ট্রাল হাসপাতাল, নয়াদিল্লি’। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন - Viral News: IND vs SA: পারলেন না! বাউন্ডারি রোপের ধারে বসে হাউহাউ করে কান্না ক্রিকেটারের, দেখুনPhotos

Railway Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত সিনিয়র রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হবে।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা নর্দান রেলওয়ে (Northern Railway)
পদের নাম সিনিয়র রেসিডেন্ট
শূন্যপদের সংখ্যা ২৯
কাজের স্থান নর্দান রেলওয়ে
কাজের ধরন কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি রেলওয়েতে সিনিয়র আবাসিকদের পদে নিয়োগ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে
আবেদন প্রক্রিয়া শুরু কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা এমসিআই/এনবিই দ্বারা স্বীকৃত প্রাসঙ্গিক শাখায় পিজি ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে
বেতনক্রম কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি কিছু জানানো হয়নি

advertisement

আবেদনের শেষ দিন কিছু জানানো হয়নি
ইন্টারভিউয়ের তারিখ ০৩, ০৪.০২.২০২২

Railway Recruitment 2022: বিশেষ ঘোষণা

আবেদনপত্র সহ প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন রিপোর্ট করতে হবে।

প্রার্থীদের নির্ধারিত স্থানে আবেদনপত্র সহ ইন্টারভিউ-এর জন্য হাজির হতে হবে। প্রার্থীদের প্রয়োজনীয় নথিগুলির স্ব-প্রত্যয়িত ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

advertisement

Railway Recruitment 2022: আবেদনের যোগ্যতা

প্রার্থীদের এমসিআই/এনবিই দ্বারা স্বীকৃত প্রাসঙ্গিক শাখায় পিজি ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে।

আরও পড়ুন - Intimate Hot Video Chat: বান্ধবীর সঙ্গে ভিডিওকল করে ফেঁসে গেলেন বেসরকারি ব্র্যাঞ্চের ম্যানেজার

Railway Recruitment 2022: বয়সসীমা

২০ জানুয়ারী, ২০২২ তারিখে অনুযায়ী জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য নির্ধারিত বয়সসীমা ৩৭ বছর, OBC-এর জন্য ৪০ বছর এবং তফসিলি জাতি ও উপজাতি বর্গের প্রার্থীদের জন্য ৪২ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে https://nr.indianrailways.gov.in/nr/recruitment/1642679861095_Engagement%20of%20SR.pdf জানতে পারবেন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Job Vacancy: Railway Recruitment 2022: শুধুমাত্র ইন্টারভিউতে পাশ করলেই রেলে চাকরি, বিস্তারিত জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল