TRENDING:

POSOCO Recruitment 2021: GATE ২০২২-এর মাধ্যমে নিয়োগ হবে! রেজিস্ট্রেশন শুরু আজ থেকে

Last Updated:

POSOCO Recruitment 2021: GATE ২০২২-এ পাওয়া নম্বরের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া হবে। এক্ষেত্রে GATE ২০২১ বা তার আগের কোনও পরীক্ষার নম্বর গ্রহণযোগ্য নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: GATE ২০২২- এর (GATE 2022) মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও একজিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ করতে চলেছে পাওয়ার সিস্টেম অপারেশন করপোরেশন লিমিটেড বা POSOCO। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে GATE ২০২২-এ পাওয়া নম্বরের ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া হবে। এক্ষেত্রে GATE ২০২১ বা তার আগের কোনও পরীক্ষার নম্বর গ্রহণযোগ্য নয়।
POSOCO Recruitment 2021: GATE ২০২২-এর মাধ্যমে নিয়োগ হবে! রেজিস্ট্রেশন শুরু আজ থেকে
POSOCO Recruitment 2021: GATE ২০২২-এর মাধ্যমে নিয়োগ হবে! রেজিস্ট্রেশন শুরু আজ থেকে
advertisement

POSOCO-তে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ -

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আবেদন প্রক্রিয়া শুরু হবে GATE ২০২২-এর ফলাফল প্রকাশের পর। GATE ২০২২ IIT খড়গপুরে হবে আগামী বছর ৫, ৬, ১২ তারিখ। রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আজ অর্থাৎ ২৮ সেপ্টেম্বর থেকে।

POSOCO-তে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা

B.E./ B.Tech/ B.Sc. (Engg.)/ ইলেকট্রিক বা ইলেকট্রিক্যাল (পাওয়ার) বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে (ইলেকট্রিক্যাল) IDD (ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি) থাকা প্রার্থীরা এই পদের জন্য যোগ্য হিসেবে গণ্য হবে।

advertisement

এছাড়া যাদের M.Tech/ MS/ ME / M.Sc (Engg.) বা পাওয়ার সিস্টেম বা তেমন কিছুতে IDD করা থাকবে তারা এই পদে আবেদন করতে পারবে। এর জন্য সব ক্ষেত্রেই ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে।

POSOCO-তে নিয়োগে শূন্যপদে আবেদনের প্রক্রিয়া

আবেদন করা যাবে POSOCO-র ওয়েবসাইট থেকে। শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে প্রার্থীরা।

advertisement

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটেই দেওয়া হবে তাই তা লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে রেজিস্টার হয়ে যাওয়ার পর।

রেজিস্টারের পর সমস্ত কাজ প্রার্থীদের রেজিস্টার করা ইমেল আইডি থেকেই করতে হবে।

কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, নিয়োগের পর একজিকিউটিভ ট্রেইনিদের এক বছর ট্রেনিং দেওয়া হবে। এবং তার পর তাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদে নিয়োগ করা হবে।

advertisement

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য

সংস্থা - পাওয়ার সিস্টেম অপারেশন করপোরেশন লিমিটেড বা POSOCO

পদ - অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও একজিকিউটিভ ট্রেইনি

শূন্যপদের সংখ্যা - জানানো হয়নি

আবেদন শুরু হবে - আবেদন হবে GATE ২০২২-এর মাধ্যমে; GATE ২০২২-এর ফল প্রকাশের পরই এই পদে নিয়োগে আবেদন করা যাবে

advertisement

রেজিস্ট্রেশন - শুরু হচ্ছে আজ থেকে

যোগ্যতা - B.E./ B.Tech/ B.Sc. (Engg.), IDD বা M.Tech/ MS/ ME / M.Sc (Engg.) বা পাওয়ার সিস্টেম বা তেমন কিছুতে IDD করা প্রার্থীরা আবেদন করতে পারে

রেজিস্ট্রেশনের মাধ্যম - অনলাইন

রেজিস্ট্রেশনের ফি - জানানো হয়নি

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নিয়োগ প্রক্রিয়া - GATE ২০২২ -এ পাওয়া নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে।রদৱ

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
POSOCO Recruitment 2021: GATE ২০২২-এর মাধ্যমে নিয়োগ হবে! রেজিস্ট্রেশন শুরু আজ থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল