TRENDING:

CBSE Board Result 2023: দ্বাদশ শ্রেণিতে কলা বিভাগে নিজের শহরে সেরা এই ছাত্রী, স্বপ্ন IAS হওয়ার

Last Updated:

গতকাল CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল ঘোষণার পর তাই জসসিমরনের পরিবারে খুশির হাওয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফল ভাল হবে জানতেন, তবে এমন অভাবনীয় ফল হবে ভাবেননি৷ গতকাল CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির ফল ঘোষণার পর তাই জসসিমরনের পরিবারে খুশির হাওয়া৷ কলা বিভাগে ৯৭.৮ শতাংশ পেয়ে নিজের শহর রাঁচির টপার জসসিমরন কৌর৷ দ্বাদশ শ্রেণিতে নজরকাড়া ফলাফল করে IAS অফিসার হওয়ার স্বপ্নে আরও একধাপ এগিয়ে গেলেন এই কৃতি ছাত্রী৷
দ্বাদশ শ্রেণিতে কলা বিভাগে নিজের শহরে সেরা এই ছাত্রী, স্বপ্ন IAS হওয়ার
দ্বাদশ শ্রেণিতে কলা বিভাগে নিজের শহরে সেরা এই ছাত্রী, স্বপ্ন IAS হওয়ার
advertisement

ম্যাকনের জেভিএম শ্যামলী স্কুলের ছাত্রী জসসিমরন৷ আর্টসে এমন অসাধারণ নম্বর পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি৷ সবচেয়ে বেশি ভরসা রেখেছিলেন NCERT বইগুলির ওপর৷ বারবার এই বইগুলিকেই রিভাইজ করেছেন, মকটেস্ট দিয়েছেন৷

Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023

সেইসঙ্গে অভ্যাস করেছেন উত্তর লেখার৷ কঠোর পরিশ্রম, নিষ্ঠার পাশাপাশি জসসিমরনের মতে সাফল্যের জন্য ধারাবাহিকতাও খুবই গুরুত্বপূর্ণ৷ স্কুল থেকে বাড়ি ফিরেই আবার লেখাপড়ায় মনোনিবেশ করতেন তিনি৷ ফাঁকি দেওয়া তার ধাতে ছিল না৷ প্রতিদিন ৬-৭ ঘন্টা পড়াশোনা করতেন জসসিমরন৷

advertisement

আরও পড়ুন: বড় খবর, আগামিকাল ICSE ও ISC দশম ও দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ! কীভাবে দেখবেন জেনে নিন

দ্বাদশ শ্রেণিতে দুর্দান্ত ফল হয়েছে ঠিকই, তবে তা নিয়ে খুব বেশি ভাবিত নন জসসিমরন৷ তাঁর লক্ষ্য আরও বড়ো৷ ভবিষ্যতে আইএএস অফিসার হতে চান এই কৃতি ছাত্রী৷ ইউপিএসসি মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে চাই কঠোর অধ্যাবসায়৷ পরবর্তীতে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে চান তিনি৷ আইএএস হওয়ার লক্ষ্যে তাঁর অনুপ্রেরণা আইএএস অফিসার সৃষ্টি জয়ন্তী দেশমুখ৷ সেই পরীক্ষা সম্পর্কে বলা প্রধানমন্ত্রীর কথাগুলিও তাঁকে খুব উদ্বুদ্ধ করছে৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
CBSE Board Result 2023: দ্বাদশ শ্রেণিতে কলা বিভাগে নিজের শহরে সেরা এই ছাত্রী, স্বপ্ন IAS হওয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল