TRENDING:

Recruitment 2022: মাসে ১ লক্ষ টাকারও বেশি বেতনে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ, আজই আবেদনের শেষ দিন

Last Updated:

আবেদনের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ। আবেদন করতে হবে অনলাইনে। (Recruitment 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (Airports Authority of India) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে পাইলট পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2022)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2022)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। (Recruitment 2022)
Recruitment 2022
Recruitment 2022
advertisement

AAI Recruitment 2022: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। আবেদনের শেষ দিন ১৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: বিভিন্ন পদে নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রইল আবেদনের বিস্তারিত বিবরণ

advertisement

AAI Recruitment 2022: আবেদন পদ্ধতি

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে aai.aero গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে

প্রস্তাবিত রঙিন স্ক্যান করা নথি জমা দিতে হবে

অবশেষে ১৮/০২/২০২২ তারিখে বা তার আগে শুধুমাত্র fiuops@aai.aero-এ ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। অন্য কোনও সূত্র মারফত পাঠানো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত নয়।

advertisement

আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ম্যানেজার পদে নিয়োগ শুরু, আজই আবেদন করুন

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India)
পদের নাম: পাইলট
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
কাজের স্থান: ভারত
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:  চলছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদে দেখুন
বেতনক্রম: মাসিক ১ লক্ষ টাকার অধিক
আবেদন পদ্ধতি:  অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ১৮.০২.২০২২

AAI Recruitment 2022: আবেদনের যোগ্যতা

মাল্টি ইঞ্জিনে ন্যূনতম ১০০০ ফ্লাইং আওয়ার সহ DGCA, ভারত সরকার দ্বারা জারি করা বর্তমান বৈধ ATPL

- বর্তমান FRTO DGCA, ভারত সরকার দ্বারা জারি করা - বর্তমান IR অনুমোদন

- বর্তমান RTR (A) বা RTR (P) বা RTR(C) WPC, যোগাযোগ মন্ত্রণালয়, ভারত সরকার দ্বারা জারি করা

advertisement

- বর্তমান ক্লাস-১ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট DGCA, ভারত সরকার দ্বারা জারি করা

- বৈধ ELP

- প্রার্থীদের ভারতীয় বর্তমান পাসপোর্ট থাকা উচিত, যদি না থাকে

- সর্বনিম্ন ২০০০ মোট ফ্লাইং আওয়ার অভিজ্ঞতা প্রয়োজন।

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

- মাল্টি ইঞ্জিনে ন্যূনতম ১০০০ ফ্লাইং আওয়ার প্রয়োজন।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: মাসে ১ লক্ষ টাকারও বেশি বেতনে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ, আজই আবেদনের শেষ দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল