উল্লেখ্য, এই মামলায় আজই ক্যাভিয়েট দাখিল করল সিপিএম ৷ ই মনোনয়ন নিয়ে হাইকোর্টের রায়কে ঘিরে ক্যাভিয়েট সিপিএমের ৷ কমিশনের একতরফা শুনানি আটকাতেই ক্যাভিয়েট দাখিল করেছে সিপিএম ৷ অতএব, সিপিএমের বক্তব্য শোনা না অবধি এই মামলার শুনানি হবে না ৷
পঞ্চায়েত ভোট কবে ? সেই প্রশ্নের উত্তর এখনও বিশ বাঁও জলে ৷ গতকালই ই-মনোনয়নে হাইকোর্ট মান্যতা দিয়েছে হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সম্মাদারের ডিভিশন বেঞ্চ ৷ কিন্তু হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা সত্যি করে হাইকোর্টের দ্বারস্থ নির্বাচন কমিশন ৷
advertisement
Location :
First Published :
May 09, 2018 4:17 PM IST