নির্যাতিতা তরুণী নয়ডাতে একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন ৷ অফিস যাতায়াতের পথেই ওই তরুণীর সঙ্গে আলাপ হয় সলমন নামে অভিযুক্ত ব্যক্তির ৷ সলমন তরুণীর অফিসের কাছেই একটি ইলেক্ট্রনিক্স শোরুমে কাজ করে বলে পুলিশ সূত্রে খবর ৷ ঘটনার দিন অফিস থেকে বেরোতে বেশ কিছুটা দেরি হয় ওই তরুণীর ৷ এমনকী, অফিস থেকে বেরিয়েও তিনি কোনও বাস পাচ্ছিলেন না ৷ যার জেরে কিছুটা বাধ্য হয়েই সলমনের গাড়িতে ওঠেন বাড়ি ফেরার জন্য ৷
advertisement
গাড়িতে ওঠার পরই তরুণীর সঙ্গে অভব্যতা শুরু করে সলমন ৷ মাঝ রাস্তা থেকে ওই গাড়িতে ওঠে সলমনের এক বন্ধুও ৷ গোটা গাড়ির কাঁচ কালো কাপড় দিয়ে ঢেকে ফুল ভলিউমে গান চালিয়ে যমুনা এক্সপ্রেসপ্রেস ওয়ের উপর গাড়ি দাঁড় করিয়ে ওই দুই অভিযুক্ত ব্যক্তিই একাধিকবার ধর্ষণ করে ওই মহিলাকে ৷ এরপর মথুরায় ওই নির্যাতিতা মহিলাকে গাড়ি থেকে ছুঁড়ে রাস্তায় ফেলে দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় ওই দুই অভিযুক্ত ব্যক্তি ৷
যদিও এখনও অবধি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷