TRENDING:

বিষ্ণুপুরে সালিশি সভায় মাদক কারবারিকে পিটিয়ে খুন

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সালিশি সভায় মাদক কারবারিকে পিটিয়ে খুন। মৃতের নাম আজাদ আলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিষ্ণুপুর: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সালিশি সভায় মাদক কারবারিকে পিটিয়ে খুন। মৃতের নাম আজাদ আলি। গতকাল আজাদকে নিয়ে স্থানীয় ক্লাবে সালিশি বসে। সালিশি চলাকালীন ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়ায় আজাদ। অভিযোগ, সে সময় হঠাৎই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় ওই মাদক কারবারি। জখম হন এক ক্লাব সদস্য। এরপরই অভিযুক্তকে ধরে শুরু হয় গণপিটুনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাদ আলির। হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ ক্লাব সদস্য।
advertisement

আরও পড়ুন: মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার এই অভিনেত্রী

এলাকায় মাদক কারবারের অভিযোগ উঠে মৃত ব্যক্তির বিরুদ্ধে ৷ স্থানীয় ক্লাবের সদস্যরা প্রতিবাদ জানায় ৷ এরপর তাকে ডেকে পাঠানো হয় ৷ সমস্যা মেটাতে গিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে অভিযুক্ত মাদক কারবারি আজাদ আলি গুলি চালায় ক্লাব সদস্যের উপর ৷ এরপর তার উপর চড়াও হয় বাকি ক্লাব সদস্যরা ৷ এরপরই উত্তেজিত জনতা আজাদকে বেধড়র মারধর করে ৷ এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাদের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন: ডিভাইডারে ধাক্কা লেগে ১০ বার পাল্টি খেল বিলাসবহুল গাড়ি, আজ গাড়ির ফরেনসিক তদন্ত

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিষ্ণুপুরে সালিশি সভায় মাদক কারবারিকে পিটিয়ে খুন