TRENDING:

সরকারি দফতরে নিষিদ্ধ জিনস, টি-শার্ট, জারি নির্দেশিকা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: সরকারি অফিসে রীতিমতো সার্কুলার জারি করে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল জিনস ও টি-শার্টের মতো পোশাককে। এমনই অদ্ভুত নিয়ম চালু হল বিজেপি শাসিত রাজ্য রাজস্থানে।
advertisement

সম্প্রতি রাজস্থানের শ্রম দফতর হুলিয়া জারি করে জানিয়েছে, জিনস ও টি-শার্টের মতো অশালীন পোশাক পরে অফিসে আসা যাবে না। কর্মীদের ফর্ম্যাল প্যান্ট ও শার্ট পরেই অফিসে আসতে হবে। শ্রম মন্ত্রকের তরফে এহেন নির্দেশিকার পক্ষে সওয়াল করে শ্রম কমিশনার গিরিরাজ সিং কুশওয়া বলেছেন, কিছু কর্মচারীর পোশাকের অশোভন রুচি অফিসে কাজের পরিবেশ নষ্ট করে তাই দফতরের মান-সম্মান ও কর্ম সংস্কৃতি বজায় রাখতে রাজ্য সরকারের তরফে এমন নির্দেশিকা জারি করা হয়েছে।

advertisement

আরও পড়ুন 

সত্যিই গর্ভবতী? নিশ্চিত হতে বিমানবন্দরে নগ্ন করে তল্লাশি ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তবে এহেন পোশাক বিধি সরকারি অফিসে চালু করার তীব্র প্রতিবাদ জানিয়েছে কর্মচারী সংগঠন। তাদের মতে জোর করে পোশাক বিধি চাপিয়ে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে রাজ্য সরকার। তবে কর্মীদের তরফে সেরকম কোনও প্রতিক্রিয়া মেলেনি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সরকারি দফতরে নিষিদ্ধ জিনস, টি-শার্ট, জারি নির্দেশিকা