পবিত্র রমজান মাস উপলক্ষে ভারত যুদ্ধ বিরতি নীতি মেনে চলেছে কিন্তু পাকিস্তান একটার পর একটা সন্ত্রাসবাদী কার্যকলাপ করে গিয়েছে ৷ গত পরশুদিন রাইজিং কাশ্মীর সংবাদ পত্রের সম্পাদক সুজাত বুখারিকে নির্মম হত্যা করেছে আততায়ীরা ৷
ওই একই দিনে সেনা বাহিনীর জওয়ান ঔরঙ্গজেবকে তুলে নিয়ে গিয়ে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে তার সারা শরীর ৷ দেশের রত্নের রক্তে স্নান করেছে মানুষের মানবিকতা ৷ কলুষিত হয়েছে মানবতাবাদ ৷ এমন কী আজও থেমে থাকেনি পাক সন্ত্রাস ২১ বছরের এক বিএসএফ কর্মীকে প্রাণে মেরেছে দুষ্কৃতীরা ৷
advertisement
বিএসএফের পক্ষ থেকে ডিরেক্টর জেনারেল কেকে শর্মা জানিয়েছেন বহু বছরের প্রথা আজ ভেঙে আজ মিষ্টিমুখ, শুভেচ্ছা বিনিময় করা হয়নি ৷ তবে এর পিছনে অনেক কারণ আছে বলেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তাঁরা ৷
আরও পড়ুন : খুশির ইদে মালদহের সুজাপুরে ১ লক্ষ মানুষের সমাগম, নমাজ পাঠ করে দিলেন সম্প্রীতির বার্তা