TRENDING:

অসমে গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল, তাই আটকানো হয়েছে, দাবি দিলীপের

Last Updated:

তৃণমূল নাটক করছে ৷ পাল্টা জবাব দিলীপ ঘোষের ৷ এদিন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, অসমে কেন গেছেন তৃণমূল প্রতিনিধিরা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিমানবন্দরে নামতেই আটক। শিলচরে ঢুকতেই দেওয়া হল না তৃণমূল প্রতিনিধিদলকে। জোর করে আটকাতে গিয়ে মহিলা সাংসদ-বিধায়কদের মারধরেরও অভিযোগ উঠছে। এনআরসিতে বহু মানুষের নাম বাদ পড়ার প্রতিবাদে গণ-কনভেনশনে যোগ দিতেই শিলচরে যায় তৃণমূল প্রতিনিধিদল। ঘটনার ক্ষুব্ধ তৃণমূলনেত্রী জানিয়েছেন দেশে গণতন্ত্র নয়, সুপার এমারজেন্সি চলছে ৷
advertisement

আরও পড়ুন: পুলিশ ওদের হোটেলে রাখতে চাইছে, ওরা হোটেলে যাবে না: মমতা

তৃণমূল নাটক করছে ৷ পাল্টা জবাব দিলীপ ঘোষের ৷ এদিন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, অসমে কেন গেছেন তৃণমূল প্রতিনিধিরা? ওঁদের কি কেউ ডেকেছিলেন? গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল ৷ উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল ৷ এরাজ্যেও বিরোধীদের আটকানো হয়েছে ৷ তৃণমূল অসমে গেলে হিংসা হবে ৷ তৃণমূলের যাওয়ার কোনও অধিকার নেই ৷ আটকানো হয়েছে, মারধর করা হয়নি ৷ ফের বিমানে ফেরত পাঠানো উচিত ৷

advertisement

আরও পড়ুন: দেশে সুপার এমারজেন্সি চলছে, শিলচর নিয়ে বললেন মমতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এনআরসি থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। প্রতিবাদে গন-কনভেনশনে যোগ দিতে নামেন তৃণমূল প্রতিনিধিদল। দলে ৬ সাংসদ ও ১ বিধায়ক। সফরের কথা আগেই ঘোষণা করেছিল তৃণমূল। আগাম আপত্তি জানায়নি অসম সরকার। কিন্তু শিলচরে নামতেই বদলে গেল পরিস্থিতি। তৃণমূল প্রতিনিধিদলকে বাধা, মহিলা সাংসদ - বিধায়ককে নিগ্রহ - এনআরসি বিতর্কে নতুন করে ঝড় তুলল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অসমে গৃহযুদ্ধ বাধাতে গেছে তৃণমূল, তাই আটকানো হয়েছে, দাবি দিলীপের