শনিবার মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। লিটার প্রতি ১৮ পয়সা দাম বেড়েছে পেট্রোলের। এখন লিটার প্রতি ৭৩.৭৩ টাকা করে বিক্রি হচ্ছে পেট্রোল। ডিজেল বিক্রি হয়েছে ৬৪.৫৮ টাকা করে। কেন্দ্রীয় তৈল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল আবগারি শুল্ক কমিয়ে দেওয়া হবে পেট্রোল ডিজেলের উপর। কিন্তু বাজেট অধিবেশনে সে সব কোনও কথাই বলেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতেই সবথেকে বেশি দাম পেট্রোল ডিজেলের। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে প্রায় অর্ধেক দামে বিক্রি হয় পেট্রোল ডিজেল।
advertisement
২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত শুধু পেট্রোল ও ডিজেলের আবগারি শুল্ক শুধু বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ২০১৭ লিটার প্রতি মাত্র ২ টাকা কম করায় আবগারি শুল্ক। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়লেও আবগারি শুল্কতে কোনও পরিবর্তন না করায় দেশের ও পেট্রোল ডিজেলের দাম বাড়তে থাকে।