TRENDING:

আর্জেন্টিনা ম্যাচে গ্যালারি মাতিয়ে রাখলেন মারাদোনা, সঙ্গী বিতর্কও

Last Updated:

আইসল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ ঘিরে ছিল দারুণ উন্মাদনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# মস্কো : আইসল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচ ঘিরে ছিল দারুণ উন্মাদনা ৷ প্রিয় দলের পারফরম্যান্স পাশাপাশি মেসির পারফরম্যান্স সবকিছুর দিকেই নজর ছিল ৷ কিন্তু শনিবার মেসি ব্রিগেডের পুরোটাই ফ্লপ শো ৷ তবে লাইমলাইট কেড়ে নিলেন একজনই, তিনি মারাদোনা ৷
advertisement

আইসল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচে গ্যালারিতে হাজির ছিলেন বিশ্বফুটবলের রাজপুত্র মারাদোনা ৷ সেখানেই তিনি নিজের ক্যারিশমা জারি রাখলেন ৷

advertisement

বিশ্বকাপ জেতা ফরোয়ার্ডের চোখে লাল সানগ্লাস , হাতে দুটো ঘড়ি তার সঙ্গে একের পর এক আবেগের বিস্ফোরণ ৷

advertisement

মারাদোনার দু‘হাতের ঘড়িতে দুটো সময় সেট করা থাকে ৷ একটা যে দেশে ঘুরতে গেছেন তার সময়, অন্যটি তাঁর নিজের দেশের সময় ৷

advertisement

আর্জেন্টিনার টুর্নামেন্ট ওপেনার দেখতে দেখতে মন দিয়েছিলেন নিজের স্পেশাল বিগ-ফ্যাট চুরুটে ৷

এই মাসের শুরুতে কলম্বিয়ার হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টাইন রাজপুত্র ৷ কিন্তু এরকম শরীর খারাপকে থোড়াই কেয়ার তাঁর ৷ তাই দীর্ঘস্থায়ী হাঁটু সমস্যাকে উড়িয়ে রাশিয়ায় রাজ করতে হাজির মারাদোনা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এদিকে গ্যালারি মাতালেও নাকি কোরিয়ান কিছু ফ্যানের উদ্দেশ্যে জাতিবিদ্বেষমূলক ব্যবহারের অভিযোগ তুলেছেন গ্যালারিতে হাজির সাংবাদিক ৷ তাঁর মতে মারাদোনা নিজের স্বভাবসিদ্ধভঙ্গিতে সকলের দিকে হাত নাড়েন , উড়ন্ত চুম্বন ছোড়েন ৷ কিন্তু কোরিয়ান ফ্যানদের আবেগের দিকে ফিরেও তাকাননি তিনি ৷

বাংলা খবর/ খবর/খেলা/
আর্জেন্টিনা ম্যাচে গ্যালারি মাতিয়ে রাখলেন মারাদোনা, সঙ্গী বিতর্কও