সম্প্রতি আর্জেন্টিনার রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক সব দাবি করেছেন মারাদোনার প্রাক্তন প্রেমিকা ভেরোনিকা ওজেদা। যৌন মিলনের সময় নাকি মারাদোনা তাঁকে মহিলা পুলিশের পোশাক পরতে বলতেন। পুলের মধ্যেই বহু লোকের মাঝেই নাকি দু’জনে লিপ্ত হয়েছিলেন শারীরিক সম্পর্কে। এতেই থেমে থাকেননি ভেরোনিকা। তিনি জানিয়েছেন, মারাদোনাই তাঁর জীবনের শ্রেষ্ঠ প্রেমিক। ৮ বছরের সম্পর্কে বিচ্ছেদের পর আর কাউকে নাকি তাঁর মনেই ধরেনি, জানাতে ভোলেননি ভেরোনিকা।
advertisement
বিখ্যাতদের সেক্স স্ক্যান্ডাল নতুন কিছু নয়। বিল ক্লিন্টন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, হালে বাদ যাননি ইমরান খান, ওয়াসিম আক্রমরাও। তবে বরাবর বিতর্কপ্রিয় মারাদোনা ছাপিয়ে গেছেন অনেককেই। খোলা বইয়ের মত তাঁর জীবন বরাবরই নিউজ হেডলাইনস। আর সেকারণেই ‘ইউ ক্যান লাভ হিম অর হেট হিম, বাট কান্ট ইগনোর হিম’। তাই তো ৫৭ বছর বয়সেও ‘বুড়ো’ জাদুকরকে উপেক্ষা করবে, এমন সাধ্য কার ?