তবে এ গল্প পুরনো ৷ শাহিদের পর এবার নাকি করিনা কাপুর খান ও সইফ আলি খান প্ল্যান করছেন দ্বিতীয় সন্তানের ৷ না কোনও গুঞ্জন নয়, বরং একটি টিভি শোতে সাক্ষাৎকার দিতে গিয়ে এরকমটাই জানিয়েছেন করিনা কাপুর খান ৷
আরও পড়ুন
এবার ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সিক্যুয়েল! কে কে থাকছেন ?
advertisement
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, শাহিদের ছেলে হওয়ার পর করিনাকে স্পষ্টই প্রশ্ন করা হয়, তৈমুরের পর দ্বিতীয় সন্তান নিয়ে ভাবছেন কিনা? উত্তরে করিনাও কিন্তু সোজাসাপটা ৷ করিনার কথায়, ‘ইচ্ছে রয়েছে ৷ তবে এখন নয় ৷ দু’বছর পর নিশ্চয়ই দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করব !’
তবে এরই মাঝে করিনার প্রিয় বান্ধবী অমৃতা রাও জানিয়েছেন, ‘করিনা যদি আবার মা হয়, তাহলে আমি দেশ ছাড়ব !’
advertisement
Location :
First Published :
September 11, 2018 3:37 PM IST