TRENDING:

তৈমুরের পর এবার দ্বিতীয় সন্তানের প্ল্যান করছেন করিনা !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মিসা পেল ভাই জেনকে ৷ শাহিদ আর মীরা তাঁর দ্বিতীয় সন্তান নিয়ে দারুণ উচ্ছ্বসিত ৷ এমনকী, হাভে-ভাবে শাহিদ জানিয়েছেন ছেলে জেনকে একেবারেই তৈমুরের মতো জনপ্রিয় হতে দেবেন না ৷ বরং জেনকে তিনি দূরে রাখবেন পাপারাৎজিদের কাছ থেকে ৷ একথা মিসার ক্ষেত্রেও সমান প্রযোজ্য বলে জানিয়েছেন শাহিদ ৷
advertisement

তবে এ গল্প পুরনো ৷ শাহিদের পর এবার নাকি করিনা কাপুর খান ও সইফ আলি খান প্ল্যান করছেন দ্বিতীয় সন্তানের ৷ না কোনও গুঞ্জন নয়, বরং একটি টিভি শোতে সাক্ষাৎকার দিতে গিয়ে এরকমটাই জানিয়েছেন করিনা কাপুর খান ৷

আরও পড়ুন 

এবার ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর সিক্যুয়েল! কে কে থাকছেন ?

advertisement

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, শাহিদের ছেলে হওয়ার পর করিনাকে স্পষ্টই প্রশ্ন করা হয়, তৈমুরের পর দ্বিতীয় সন্তান নিয়ে ভাবছেন কিনা? উত্তরে করিনাও কিন্তু সোজাসাপটা ৷ করিনার কথায়, ‘ইচ্ছে রয়েছে ৷ তবে এখন নয় ৷ দু’বছর পর নিশ্চয়ই দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করব !’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এরই মাঝে করিনার প্রিয় বান্ধবী অমৃতা রাও জানিয়েছেন, ‘করিনা যদি আবার মা হয়, তাহলে আমি দেশ ছাড়ব !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
তৈমুরের পর এবার দ্বিতীয় সন্তানের প্ল্যান করছেন করিনা !