গপ্পোটা হল, সোমবার সকাল সকাল ট্যুইটারে আগমণ ঘটিয়েছেন দেব ৷ আর ট্যুইটে লিখলেন, ‘গুড মর্নিং ওয়ার্ল্ড ৷ কিছুদিন ধরে যেন জীবনটা স্যুটকেসে বন্দি ৷ প্রত্যেক দিনই শ্যুটিংয়ে পর অনেক ঘণ্টা ধরে ট্র্যাভেল ৷ শেষমেশ তাশকেন্তে ফিরলাম ৷ এবার একটু মজা করতে চাই ৷ শুধুই মজা !’
advertisement
আসলে, পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘হইচই’-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন দেব ৷ শ্যুটিংয়ে রয়েছেন দেবের বান্ধবী রুক্মিণী মৈত্রও ৷ সুদূর তাসকেন্ত থেকেই একটি ছবি ট্যুইট করেছেন দেব ৷ আর সেই পোস্টেই লিখেছেন জীবন বদলে যাওয়ার গল্প ৷
Location :
First Published :
June 18, 2018 10:52 AM IST