ভালবাসার মানুষকে ডাকার নামের অভাব নেই ৷ মনের মতো করে নিজের ভালবাসাকে কত রকম নাম দিই আমরা ৷ সেই নাম যেমনই হোক না কেন, আদর করে ডাকা সব নামই সুন্দর ৷ তবে নাম দেওয়ায় বোধহয় সবাইকে ছাপিয়ে গেলেন টলিউডের ড্যাশিং হিরো ৷ জানলে অবাক হবেন যে, বান্ধবী রুক্মনী মৈত্রকে এক আজব নামে ডাকেন দেব ৷ সেই হাঁড়ির খবর এবার জানা গেল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
আরও পড়ুন: লন্ডনে শ্রাবন্তী-শাকিব প্রেম, ভিডিওতে রইল প্রমাণ
সদ্যই রক্মিনীর একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন দেব ৷ ভিডিওতে দেখা যাচ্ছে, টেবলে খেতে বসেছেন নায়িকা ৷ সামনে প্লেটে সাজানো হরেক রকম খাবার ৷ যদিও তার মধ্যে ফলের পরিমাণই বেশি ৷ খাবারে মন দিয়েছেন রুক্মিনী ৷ তাই দেখেই বান্ধবীকে ‘হ্যাংলা’ নামে ডেকেছেন দেব ৷
advertisement
ভিডিওটি পোস্ট হতেই প্রায় ৬০ হাজার লাইকস আর ভিউ পেয়েছে সেটি ৷
Location :
First Published :
May 24, 2018 12:58 PM IST