আরও পড়ুনভারতের প্রবীণতম মহিলা এভারেস্ট জয়ী কাশ্মীরের সঙ্গীতা
গত শনিবারই ছাপান্ন কিলোমিটার প্রতিঘণ্টায় ঝোড়ো হাওয়ার সাক্ষী ছিল দিল্লিবাসী ৷ দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়েডার ওপর দিয়ে বয়ে গিয়েছিল ধুলো ঝড় ৷ সঙ্গে হয়েছিল হাল্কা বৃষ্টিও ৷ অন্যান্য এলাকার থেকে দক্ষিণ, পূর্ব ও মধ্য দিল্লিতে এই ঝড়ের প্রভাব ছিল বেশি ৷ অন্যদিনের তুলনায় যদিও শনিবারের ঝড়ের তীব্রতা ছিল অনেকটাই কম ৷ তবে শনিবারও দিল্লি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ পারদ চড়েছে ৪১.৪ এ যা স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি যা স্বাভাবিক ৷
advertisement
আরও পড়ুনউত্তরপ্রদেশে এক ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার জনপ্রিয় ভোজপুরী অভিনেত্রী মনীষা রায়
মাঝেমাঝেই ঝড় ও বৃষ্টির ফলে এবারে তাপমাত্রা কিছুটা কম হওয়ার আশা করেছিলেন দিল্লির মানুষ ৷ এই বছর প্রচন্ড গরমের প্রকোপ থেকে বেঁচে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা ৷ তবে সে আশায় জল ঢেলে দিল আবহাওয়া দফতর ৷ প্রতিবারের মতো গরমে নাজেহাল হওয়ার মতো আশঙ্কার বাণীই শুনিয়ে দিলেন আবহাওয়াবিদরা ৷