লালুর পরিবার ছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রেম চাঁদ গুপ্ত ও তাঁর স্ত্রী সরলা গুপ্ত,আইআরসিটিসির তৎকালীন অধিকর্তা বিকে আগরওয়াল ও সহ-অধিকর্তা রাকেশ সাক্সেনার বিরুদ্ধেও অভিযোগ আছে এই চার্জশীটে । এছাড়াও আরসিটিসির তৎকালীন বিভাগীয় ম্যানেজার ভিকে আস্থানা, আরকে গোয়াল ও সুজাতা হোটেল ও চাণক্য হোটেলের ম্যানেজার বিজয় ও বিনয় কোচ্চরের বিরুদ্ধেও পেশ হয়েছে চার্জশীট ।
advertisement
২০১৭ সালের জুলাই মাসে পাটনা, রাঁচি সহ দেশের ১২টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই । এরপরই লারা প্রজেক্টস ও সুজাতা হোটেল প্রাইভেট লিমিটেড-এই দুই কোম্পানির বিরুদ্ধে চার্জশীট দাখিল করে সিবিআই । আইআরসিটিসি ও এই দুই কোম্পানির মধ্যে হোটেল নির্মাণ বিষয়ক একটি কার্যকরী চুক্তিতে প্রভূত অসঙ্গতি পায় সিবিআই এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র ) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা রুজু করা হয় ।
