TRENDING:

আইআরসিটিসি দুর্নীতি মামলায় পরিবার সহ লালুকে তলব করল দিল্লি আদালত

Last Updated:

আইআরসিটিসি দুর্নীতি মামলায় পরিবার সহকে লালুকে তলব করল দিল্লি আদালত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আইআরসিটিসি দুর্নীতি মামলায় এবার আদালতে তলব করা হল আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও পুত্র তেজস্বী যাদবকে । ৩১ অগস্টের আগে তিনজনকেই আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে বিশিষ্ট বিচারপতি অরবিন্দ কুমার । ১৬ এপ্রিল এই দুর্নীতি মামলায় চার্জশীট পেশ করে সিবিআই ও তাতে বলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে ।
advertisement

লালুর পরিবার ছাড়াও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রেম চাঁদ গুপ্ত ও তাঁর স্ত্রী সরলা গুপ্ত,আইআরসিটিসির তৎকালীন অধিকর্তা বিকে আগরওয়াল ও সহ-অধিকর্তা রাকেশ সাক্সেনার বিরুদ্ধেও অভিযোগ আছে এই চার্জশীটে । এছাড়াও আরসিটিসির তৎকালীন বিভাগীয় ম্যানেজার ভিকে আস্থানা, আরকে গোয়াল ও সুজাতা হোটেল ও চাণক্য হোটেলের ম্যানেজার বিজয় ও বিনয় কোচ্চরের বিরুদ্ধেও পেশ হয়েছে চার্জশীট ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু রান্নার কাজে নয়, একাধিক রোগ নিরোধেও সাহায্য করে রসুন! ছোট্ট এই সবজির গুণাবলী জানেন?
আরও দেখুন

২০১৭ সালের জুলাই মাসে পাটনা, রাঁচি সহ দেশের ১২টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই । এরপরই লারা প্রজেক্টস ও সুজাতা হোটেল প্রাইভেট লিমিটেড-এই দুই কোম্পানির বিরুদ্ধে চার্জশীট দাখিল করে সিবিআই । আইআরসিটিসি ও এই দুই কোম্পানির মধ্যে হোটেল নির্মাণ বিষয়ক একটি কার্যকরী চুক্তিতে প্রভূত অসঙ্গতি পায় সিবিআই এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১২০-বি (অপরাধমূলক ষড়যন্ত্র ) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা রুজু করা হয় ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আইআরসিটিসি দুর্নীতি মামলায় পরিবার সহ লালুকে তলব করল দিল্লি আদালত