গপ্পোটা হল, সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে দীপিকা নাকি বলেছেন, ‘ভবিষ্যতে কী ঘটবে, তা আপাতত আমিই জানি না ৷ যদি নতুন কিছু ঘটে, তাহলে আমিই সবাইকে জানাব !’
আরও পড়ুন
ভালো সিনেমা’য়... ঋতুপর্ণ আছেন তো !
দীপিকার এই মন্তব্য নিয়েই আপাতত তোলপাড় শুরু হয়েছে গোটা বলিউডে ৷ গুঞ্জন বলছে, তাহলে কী তিরে এসে তরী ডুবল ? শেষ মুর্হূর্তে এসে দীপিকা গেলেন পিছিয়ে ? এই নিয়ে অবশ্য পরিষ্কার কিছুই বলছেন না দীপিকা বা রণবীর কেউ-ই ৷ শুধুই জানাচ্ছেন, ‘যা হবে, তা সবাই দেখতেই পাবে !’
advertisement
Location :
First Published :
August 31, 2018 4:18 PM IST