TRENDING:

বিয়ের আগেই মুম্বই থেকে ভ্যানিশ দীপিকা-রণবীর ! গেলেন কোথায় ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুম্বইয়ে এখন বিয়ের মরসুম ৷ একদিকে বয়ফ্রেন্ড নিক জোনাসের সঙ্গে রোকা সেরে একেবারে বিয়ের জন্য তৈরি প্রিয়াঙ্কা চোপড়া ৷ আর অন্যদিকে পারদ চড়ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের ! নানা গুঞ্জন চলছে বিয়ের নানা সাজসরঞ্জম নিয়ে ৷ যেমন শোনা যাচ্ছে রুপোর গয়নায় সাজবেন দীপিকা, অন্যদিকে শোনা যাচ্ছে বিয়ের দিন একেবারে হায়দরাবাদী কায়দায় দীপিকার সামনে এসে হাজির হবেন রণবীর !
advertisement

আরও পড়ুন 

বাজপেয়ীর প্রয়াণে ৫ দিন পর শোকপ্রকাশ সলমনের ! ট্রোলড

তবে এ সব প্ল্যানিংয়ের মধ্যেই হঠাৎ মুম্বই থেকে গায়েব হয়ে গেলেন রণবীর ও দীপিকা ৷ নিজেদের শ্যুটিং শিডিউলকে এক পাশে রেখে এখন দু’জনেই ব্যস্ত বিয়ের শপিংয়ে ৷ বলিউডে উড়ে আসা খবর অনুযায়ী, আপাতত মুম্বই থেকে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দীপিকা ও রণবীর ৷ জানা গিয়েছে, বেঙ্গালুরুতে দীপিকার বাড়িতেই নাকি বিয়ের আগে বসতে চলেছে নন্দীপুজোর আসর ৷ সংসারের সমৃদ্ধির জন্যই নাকি রণবীর ও দীপিকা অংশ নেবেন এই পুজোতে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে আপাতত, এই বিষয় নিয়ে কোনওরকম মুখ খুলতে চাননি দীপিকা বা রণবীর কেউ-ই ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিয়ের আগেই মুম্বই থেকে ভ্যানিশ দীপিকা-রণবীর ! গেলেন কোথায় ?