আরও পড়ুন
বাজপেয়ীর প্রয়াণে ৫ দিন পর শোকপ্রকাশ সলমনের ! ট্রোলড
তবে এ সব প্ল্যানিংয়ের মধ্যেই হঠাৎ মুম্বই থেকে গায়েব হয়ে গেলেন রণবীর ও দীপিকা ৷ নিজেদের শ্যুটিং শিডিউলকে এক পাশে রেখে এখন দু’জনেই ব্যস্ত বিয়ের শপিংয়ে ৷ বলিউডে উড়ে আসা খবর অনুযায়ী, আপাতত মুম্বই থেকে বেঙ্গালুরু উড়ে গিয়েছেন দীপিকা ও রণবীর ৷ জানা গিয়েছে, বেঙ্গালুরুতে দীপিকার বাড়িতেই নাকি বিয়ের আগে বসতে চলেছে নন্দীপুজোর আসর ৷ সংসারের সমৃদ্ধির জন্যই নাকি রণবীর ও দীপিকা অংশ নেবেন এই পুজোতে ৷
advertisement
তবে আপাতত, এই বিষয় নিয়ে কোনওরকম মুখ খুলতে চাননি দীপিকা বা রণবীর কেউ-ই ৷
Location :
First Published :
August 24, 2018 2:31 PM IST