আরও পড়ুন:বিজেপি বিরোধী জোট আরও মজবুত করার লক্ষ্যে আজ দিল্লি সফরে মুখ্যমন্ত্রী
জানা গিয়েছে, গতকাল সন্ধেয় সে সময় ঘরে একাই ছিলেন ওই গৃহবধূ ৷ ৭টা নাগাদ কলিং বেল শুনে দরজা খোলেন তিনি ৷ সঙ্গে সঙ্গে তাঁকে ধাক্কা মেরে ঘরে ঢুকে পড়ে জনা তিনেক দুষ্কৃতি ৷ তাঁদের প্রত্যেকের মাথায় ছিল হেলমেট, হাত ছিল গ্লভসে ঢাকা ৷ গৃহবধূকে মারধর করে একটি ঘরে আটকে রাখে তাঁরা ৷ প্রতিবাদ করলে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় ৷ তারপর লুঠ করে প্রায় ২০ ভরি সোনার গয়না ও বেশকিছু নগদ টাকা ৷
advertisement
অভিযোগকারিনী জানিয়েছেন, দুষ্কৃতিরা সকলে বাংলায় কথা বলছিল ৷ তাঁদের বয়স ত্রিশের মধ্যে ছিল বলেও জানিয়েছেন তিনি ৷ কিন্তু মাথায় হেলমেট থাকায় কাউকে চিনতে পারেননি ৷ ঘটনার সঙ্গে পরিচিত কারও জড়িত থাকার সম্ভবনা খতিয়ে দেছে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে অনুমান, রবিবার ছুটির দিন হওয়া সত্বেও ওই গৃহবধূ যে বাড়িতে একাই ছিলেন, দুষ্কৃতীরা তা জানত। তিন যুবক হেলমেট পরে থাকায়, সন্দেহ আরও দানা বেঁধেছে।
আরও পড়ুন:আজ সোমবারও কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ সন্দেহভাজনদের স্কেচ আঁকানো হতে পারে বলেও পুলিশ সূত্রে খবর ৷