TRENDING:

বিয়ে করতে সাইকেলে রওনা বরের

Last Updated:

শনিবার রাতে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বর সহ সমগ্র বরযাত্রী সাইকেলে করে কনের বাড়িতে পৌছয় ৷ বরপক্ষ জানিয়েছে পরিবেশ দূষণ রুখতেই তাঁদের এই পদক্ষেপ ৷ কনের বাড়িতেও বরযাত্রীদের অভ্যর্থনা জানানোর পদ্ধতিও ছিল অভিনব, ফুলের বদলে রুদ্রাক্ষের মালা দিয়ে বরযাত্রীদের অভ্যর্থনা করা হয় ৷ এই ব্যাতিক্রমী ঘটনাই এখন এলাকাবাসীর চর্চার বিষয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: শনিবার রাতে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে বর সহ সমগ্র বরযাত্রী সাইকেলে করে কনের বাড়িতে পৌছয় ৷ বরপক্ষ জানিয়েছে পরিবেশ দূষণ রুখতেই তাঁদের এই পদক্ষেপ ৷ কনের বাড়িতেও বরযাত্রীদের অভ্যর্থনা জানানোর পদ্ধতিও ছিল অভিনব ৷ ফুলের বদলে রুদ্রাক্ষের মালা দিয়ে বরযাত্রীদের অভ্যর্থনা জানানো হয় ৷ এই ব্যাতিক্রমী ঘটনাই এখন এলাকাবাসীর চর্চার বিষয় ৷
advertisement

আরও পড়ুন :  মুর্শিদাবাদে উদ্ধার বেআইনি মাদক, গ্রেফতার ১

প্রতাপগড়ের দানপুরের বাসিন্দা বেদপ্রকাশ তিওয়ারির ছেলে প্রদীপ কুমারের সঙ্গে রবীন্দ্রনাথ মিশ্রর মেয়ে মুদিতার বিয়ের অনুষ্ঠানেই এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ৷ দুই পরিবার সূত্রে জানা গেছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও পরিবেশ সচেতনতা বাড়ানোর জন্যই এমন পদক্ষেপ তাঁদের ৷

advertisement

আরও পড়ুন :  খড়দহে মাথা থেঁতলে এক ব্যক্তিকে খুন

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

দুপক্ষ এই বিয়েতে একমত হওয়ার পরই এমন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয় দুই পরিবার ৷ তাঁদের বিশ্বাস কিছুটা হলেও প্রকৃতিবান্ধব এই সিদ্ধান্ত অনুপ্রেরণা যোগাবে অন্যদের ৷

বাংলা খবর/ খবর/দেশ/
বিয়ে করতে সাইকেলে রওনা বরের