জানা গিয়েছে, মৃত যুবকের নাম সোনু৷ সে একটি ক্যাটারিং সংস্থার হয়ে বিয়ে বাড়িতে কাজ করত৷ অভিযুক্ত দু' জনের মধ্যে অন্যতম রাহুলও তার সঙ্গে কাজ করতেন৷ অভিযোগ, কয়েকদিন আগে রাহুলের থেকে টাকা ধার নিয়েছিল সোনু৷ তা নিয়েই দু' জনের মধ্যে কয়েকদিন ধরে বিবাদ চলছিল৷
ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোনুর সঙ্গে দেখা করে রাহুল এবং তার ভাই হরিশ৷ সোনুর থেকে টাকা ফেরত চায় তারা৷ এই নিয়েই তিনজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়৷
advertisement
আরও পড়ুন: জানালা দিয়ে উঁকি দিতেই হাড়হিম! রিসেপশনের সকালে নতুন বর কনের নিথর দেহ ভাসছে রক্তের সাগরে
অভিযোগ, সোনুর পেটে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করে রাহুল এবং হরিশ৷ এর পরেই রাস্তার উপরে লুটিয়ে পড়ে সে৷
সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ এসে আহত সোনুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ ঘটনায় অভিযুক্ত দু' জনকেই গ্রেফতার করেছে পুলিশ৷
