TRENDING:

'উন্নাওয়ের ঘটনায় সব অভিযুক্ত গ্রেফতার, বিচার হবে ফাস্টট্র্যাক আদালতে', যোগী আদিত্যনাথ

Last Updated:

উন্নাও নির্যাতিতার জন্য দুঃখপ্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উন্নাও: ধর্ষণ ও পুড়িয়ে মারার ঘটনা নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি জানিয়েছেন যে এই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক৷ তবে সব অভিযুক্তকে গ্রেফতার করা গিয়েছে বলে জানান তিনি৷ এর পাশাপাশি তিনি জানান যে এবার এই মামলা হবে ফাস্টট্র্যাক আদালতে৷ অর্থাৎ খুব তাড়াতাড়ি দোষীদের বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে৷ উন্নাওয়ে ধর্ষণ ও পরে পুড়িয়ে মারার ঘটনায় ফুঁসছে গোটা দেশ৷ হারদরাবাদকাণ্ডের সপ্তাহ খানেকের মধ্যে ফের উন্নাওয়ে এমন ঘটনায় মেয়েদে নিরাপত্তা নিয়ে জোরদার প্রশ্ন উঠেছে৷ ইতিমধ্যেই বিএসপি নেত্রী এই ঘটনার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন৷ নির্যাতিতার পরিবারের পাশ দাঁড়িয়ে তিনি ধর্ষিতার সঠিক বিচার চেয়েছেন এবং ধর্ষকদের ফাঁসির শাস্তির দাবি জানিয়েছেন মায়াবতী৷
advertisement

তবে শুধু মায়াবতীই নন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে উন্নাওয়ের তরুণীর বিচারের দাবি উঠেছে৷ ধর্ষণের পর পুড়িয়ে মারার প্রবণতা বাড়ছে৷ হায়দরাবাদের পর এই ঘটনা তারই প্রমাণ৷ ধর্ষণের শিকার তিনি আগেই হয়েছিল উত্তরপ্রদেশের তরুণী৷ বিচার চেয়ে আদালতের দারস্থ হয়েছিলেন৷ চলছিল সেই ধর্ষণ মামলার শুনানি৷ সেই শুনানির জন্য যাওয়ার পথেই তার গায়ে আগুন ধরিয়ে দেয় অভিযুক্ত৷ চিৎকার করতে থাকে তরুণী৷ সেই চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়৷ প্রথমে লখনউ, তারপর দিল্লিতে স্থানানতর করা হয় তাকে৷ জামিন পেয়েই ধর্ষিতাকে আক্রমণের ছক কষে অভিযুক্ত৷ এবং সেই মোতাবেক সাক্ষ লোপাট করতেই এভাবে ধর্ষিতার গায়ে আগুন ধরিয়ে দেয় সে৷ শেষশয্যাও অভিযুক্তদের উচিৎ শিক্ষা দিতে চেয়ে আর্জি জানিয়ে গিয়েছেন নির্যাতিতা৷

advertisement

আরও পড়ুন 'উন্নাওয়ের নির্যাতিতার বিচার হোক, ধর্ষকের ফাঁসি চাই,' সরব মায়াবতী

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হায়দরাবাদের ঘটনার ক্ষেত্রে দোষীদের শাস্তির আগেই এনকাউন্টারে তাদের মৃত্যু হয়েছে৷ এই নিয়ে নানা দ্বিমত রয়েছে৷ তবে উন্নাওয়ের ধর্ষক উচিৎ শাস্তি পাবে তো? এই প্রশ্নই এখন উঠছে৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
'উন্নাওয়ের ঘটনায় সব অভিযুক্ত গ্রেফতার, বিচার হবে ফাস্টট্র্যাক আদালতে', যোগী আদিত্যনাথ