ঘটনাস্থলেই মৃত্যু হয় শৈলবালা শর্মার। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বিজয় সিং। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করেছে সুপ্রিম কোর্ট। অভিযুক্তের খোঁজে ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। ঘটনায় আরও এক সরকারি আধিকারিক গুরুতর আহত হয়েছেন ৷
সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, গেস্ট হাউসের বেআইনি অংশটি ভেঙে ফেলার কাজ করছিলেন ৷ সেই সময় গেস্ট হাউসের মালিক বিজয় সিং ও তার মা নারায়ণী দেবী বাধা দেওয়ার চেষ্টা করেন ৷ দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ৷ এরপর সরকারি আধিকারিকদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা ৷
advertisement
Location :
First Published :
May 02, 2018 12:15 PM IST