স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম থানার টাকাপুরা গ্রামের বাসিন্দা ভরতচন্দ্র খাটুয়া তাঁর মেয়ে শেফালির বিয়ে দিয়েছিলেন চণ্ডীপুর থানার গড়্গ্রামের বাসিন্দা পঙ্কজ সামন্তের ছেলে বিশ্বরূপ সামন্তের সঙ্গে। মৃতার বাবার অভিযোগ, সোমবার গভীর রাতে ২১ বছরের শেফালীকে গলা টিপে মেরে খুন করে শ্বশুরবাড়ির লোকজন। মৃতার দুই বছরের এক শিশুপুত্র রয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ৷ পুলিশকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান প্রতিবেশীরা।
advertisement
আরও পড়ুন: শহিদ দিবসে বড় পরিকল্পনা তৃণমূলের, ধর্মতলা ভরিয়ে দিতে অস্ত্র 'বাংলার মেয়ে'রা!
আরও পড়ুন: শহিদ দিবসে বিপুল জনসমাগমের অপেক্ষা, এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের
অন্যদিকে মৃতার বাবার দাবি, পুলিশ অভিযোগ নেননি৷ প্রতিবাদে ক্ষুব্ধ বাসিন্দারা সারা রাতভর মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখায়। উত্তেজনা পৌঁছয় চরমে৷ পুলিশ মৃতার শ্বশুরকে আটক করেছে। তবে শ্বশুরবাড়ির বাকি সদস্যেরা পলাতক।