৩০ থেকে ৪০ বছরের মধ্যে এই মহিলার বয়স৷ দেহ দেখে অনুমান পুলিশের৷ মহিলার ডান হাতে রয়েছে S লেখা ট্যাটুও৷ সুন্নম ছেরুভু লেকে ভাসছিল মহিলার দেহ৷ তবে এখনও তার পরিচয় জানা যায়নি৷ ট্যাটুর সূত্র ধরে মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ অনুমান মহিলার নাম S বা স দিয়ে হতে পারে৷ বা তাঁর কোনও প্রিয়জনের নাম এই শব্দ দিয়ে হতে পারে৷ যার জন্য এই শব্দটি ছিল তার হাতে৷
advertisement
ইন্সপেক্টর চন্দ্রশেখর রেড্ডি জানান, 'লেক থেকে দেহ উদ্ধার হয়েছে৷ হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল এবং দেহ মোড়ানো ছিল প্লাস্টিকে৷ ডান হাতের কব্জিতে ট্যাটু রয়েছে৷ ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে'৷ পুলিশের প্রাথমিক অনুমান, মহিলাকে খুন করা হয়েছে৷
Location :
First Published :
Jun 22, 2020 6:53 PM IST
