পুলিশ এবং গোয়েন্দা সুত্রে খবর, নির্বাচনের আগেই কারবারিরা মূলত ভিন্ন রাজ্যের বোমা বানাতে সাদা কেমিক্যাল পাউডারের নামে ‘ছানা পাউডার: আর লাল কেমিক্যাল পাউডারের নামে ‘লাল মাটি’-র চাহিদা এখন প্রচুর ৷
আরও পড়ুন-দাম মাত্র ৯৯৯ টাকা ! জলের দরে দুর্দান্ত ফোন বাজারে আনল রিলায়েন্স
কয়েক দিন আগেই রাজ্য (বেঙ্গল) এস টি এফ বেশ কয়েক কারবারি এবং কারিগরদের রাজ্যের বিভিন্ন স্টেশন,বাস স্ট্যান্ড-সহ অস্ত্র কারবারিদের গ্রেফতারও করেছে ইতিমধ্যেই। তাদের জিজ্ঞাসাবাদ করে নতুন ইনপুটের মাধ্যমে আরও বেশ কিছু জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা এবং পুলিশ ৷ বেশ কিছু এখনও রয়েছে স্ক্যানারে।
advertisement
আরও পড়ুন– কল্যাণময়ের কর্মকাণ্ডের ফাইল উধাও, কার ক্ষমতাবলে কল্যাণের উত্থান? খোঁজ নিচ্ছে সিবিআই
গোয়েন্দাদের পর পর অভিযানের পর কার্যত অস্ত্র কারবারিদের ব্যবসাতে ভাটা পড়েছে। আর সেই ভাটা সরাতে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছে কারবারিরা। যদিও পুলিশ এবং গোয়েন্দাদের তৎপরতায় তাদের সেই সমস্ত পদ্ধতি এবং পাচারকাজ ভেস্তে যাচ্ছে ।
পুলিশ সূত্রে খবর, রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যের সীমানা এলাকায় একেবারে কড়া নজরদারি এবং তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ৷ পাশাপাশি নাকা চেকিং-এও জোর দেওয়া হয়েছে বলেই পুলিশ এবং গোয়েন্দা সুত্রে জানা গিয়েছে।