TRENDING:

Watches Smuggling: ৩০ কোটি টাকারও বেশি দামের ৩৪টি ঘড়ি উদ্ধার ! ধৃত ব্যক্তি কলকাতার বাসিন্দা

Last Updated:

সবমিলিয়ে ৩০ কোটি টাকারও অধিক মূল্যের ঘড়ি উদ্ধার হয়েছে ওই ব্যক্তির বাড়ি থেকে ৷ যিনি আদতে কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাড়িতে উদ্ধার ৩৪টিরও বেশি দামি ঘড়ি ! শুধু দামি ঘড়ি বললে হয়তো ভুল হবে, কারণ এই ‘সুপার প্রিমিয়াম’ ঘড়িগুলির কোনও কোনওটার মূল্য কোটি টাকারও বেশি ৷ ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর মুম্বই আঞ্চলিক ইউনিটের আধিকারিকরা সম্প্রতি এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে ওই ৩৪টি হাই-এন্ড ঘড়ি উদ্ধার করেছেন ৷ সবমিলিয়ে ৩০ কোটি টাকারও অধিক মূল্যের ঘড়ি উদ্ধার হয়েছে ওই ব্যক্তির বাড়ি থেকে ৷ যিনি আদতে কলকাতার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
৩০ কোটি টাকারও বেশি দামের ৩৪টি ঘড়ি উদ্ধার ! ধৃত ব্যক্তি কলকাতার বাসিন্দা
৩০ কোটি টাকারও বেশি দামের ৩৪টি ঘড়ি উদ্ধার ! ধৃত ব্যক্তি কলকাতার বাসিন্দা
advertisement

এই ঘড়িগুলি যে অভিযুক্ত ব্যক্তির শুধু ‘শখের ঘড়ি কালেকশন’ নয়, তা তদন্ত করে জানতে পেরেছে পুলিশ ৷ কারণ বিদেশ থেকে এই দামি ঘড়িগুলি অবৈধভাবে দেশে আনত ওই ব্যক্তি বলে জানা গিয়েছে ৷ দামি ঘড়ির চোরাচালানের সঙ্গে ওই ব্যক্তি যুক্ত বলেই অনুমান তদন্তকারি অফিসারদের ৷ কোনও কাস্টমস শুল্ক না দিয়েই অবৈধ ভাবে ওই দামি ঘড়িগুলি দেশে আনা হত বলে জানা গিয়েছে ৷ গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসার সময় ওই ব্যক্তির কাছ থেকে ‘Greubel Forsey’ ব্র্যান্ডের ঘড়ি উদ্ধার করেন কাস্টমস আধিকারিকরা ৷ যা অত্যন্ত দামি ঘড়ি হিসেবেই পরিচিত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

কাস্টমস ডিক্লরেশন ছাড়াই ওই ঘড়ি নিয়ে অভিযুক্ত বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ৷ কিন্তু শেষপর্যন্ত ধরা পড়ে যায় ৷ এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়েও এমন কোটি কোটি টাকা দামের বিভিন্ন ঘড়ি উদ্ধার করেন তদন্তকারি অফিসাররা ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Watches Smuggling: ৩০ কোটি টাকারও বেশি দামের ৩৪টি ঘড়ি উদ্ধার ! ধৃত ব্যক্তি কলকাতার বাসিন্দা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল