এই ভিডিওতে দেখা যাচ্ছে, আধিকারিক ও কয়েকজন পুলিশ একজনকে একটি গাড়িতে তোলার চেষ্টা করছে ৷ এ দিকে এই ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে সে কোনওভাবেই গাড়িতে উঠে বসতে চাইছে না ৷ সে বারবার পুলিশকর্মীদের বলছে, সে গাড়িতে উঠে কোনওভাবেই পুলিশ স্টেশনে যাবে না, হেঁটে যাবে থানায় ৷ সে বারবার বলছে , ‘কে জানে কখন গাড়ি উল্টে যাবে আর তারপরেই তারও এনকাউন্টার হয়ে যাবে ৷ এরপরেও পুলিশরা জোর করে নিজেদের গাড়িতেই তাকে বসানোর চেষ্টা করছেন ৷ ’
advertisement
দেখে নিন সেই ভিডিও
এসএসপি কানপুর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও নাকি কোনওভাবেই কানপুরের নয় ৷ এই ভিডিও কানপুরের নামে বদনাম রটানোর জন্য ভাইরাল করা হচ্ছে ৷ মনে করা হচ্ছে এটি উত্তরপ্রদেশের কোনও একটি শহরের ৷ তবে এই ভিডিওর দুষ্কৃতী বা পুলিশ কেউই এখনও শনাক্ত করা যায়নি ।
advertisement
Location :
First Published :
July 13, 2020 3:35 PM IST