জানা গিয়েছে, দুই পোষ্য কুকুরের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়েছিল। সেই নিয়ে বিবাদ শুরু হয় পোষ্যদের মালিকদের মধ্যে। এখান থেকে ঝামেলা এতদূর গড়ায় যে, গুলি চালান এক ব্যক্তি। যার জেরে মৃত্যু হয় দু’জনের এবং আহত হয় একাধিক। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তি এক ব্যাঙ্কের নিরাপত্তা কর্মী, নাম রাজপাল রাজাওয়াত।
advertisement
আরও পড়ুন: খাবার খেয়েই মিষ্টি খেতে ইচ্ছে করে? আপনি মারণরোগে আক্রান্ত হতে পারেন!
খাজরানা থানার অন্তর্গত কৃষ্ণবাগ কলোনিতে তাঁর বাড়ি। পোষ্য কুকুর নিয়ে ঝামেলার জেরে প্রতিবেশীদের উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার পর রাজপাল রাজাওয়াত নামে অভিযুক্ততে গ্রেফতার করেছে পুলিশ। আরও দুই ব্যক্তিকে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। নিহতদের নাম রাহুল ও বিমল।
আরও পড়ুন: কলকাতায় যখন-তখন বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, সতর্কতা জারি হাওয়া অফিসের
পুলিশ জানিয়েছে, একই সময়ে রাজপাল রাজাওয়াতের এক প্রতিবেশীও তাঁর পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। কিছু সময় পরে কুকুর দুটির নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়। দুই প্রতিবেশীর পোষা কুকুর দুটি মারামারি শুরু করে। এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যেও তর্কাতর্কি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে লোকজন জড়ো হয়ে যায়। অভিযোগ এরপর, রাজপাল রাজাওয়াতের ককুরটিকে আঘাত করেছিলেন অপর ব্যক্তি। ঘরে ঢুকে নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বের করে গুলি চালাতে শুরু করেন।