সূত্রের খবর, ১৩ বছর দুই নাবালিকা গত শনিবার পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঐদিন ভোররাতে নাবালিকা দুজনকে উদ্ধার করে। গ্রেফতার হয় সবুজ ও অলোক। নাবালিকা দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে একজনকে তার কাকা যৌন হেনস্থা করত এবং অন্যজনকে তার বোনের গৃহশিক্ষক যৌন হেনস্থা করত। তাদের নির্যাতনের কথা বাড়িতে বললেও তা পরিবারের লোকের বিশ্বাস করত না। ফলে মুক্তি পাওয়ার আশায় তারা পালিয়ে যাওয়ার পথ বেছে নেয়। ঘুনাক্ষরেও তারা বুঝতে পারিনি প্রেমিক বেশি এই দুই যুবক তাদের বাংলাদেশে পাচার করার ছক।
advertisement
আরও পড়ুন - এ কেমন রণবীর সিং, কপিলদেবের স্টাইলে ‘নটরাজ’ লুকে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
নাবালিকার বয়ানের ভিত্তিতে কীর্তিমান কাকা রথীন্দ্রনাথ সরকার ও গৃহশিক্ষক জয়ন্ত ভক্তকে গতকাল গ্রেপ্তার করে গোপালনগর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পস্ক আইনে কেস দায়ের করেছে পুলিশ। ধৃত রথীন্দ্রনাথ সরকার ও জয়ান্ত, সবুজ ও অলোককে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
আরও দেখুন