TRENDING:

কালিয়াচকে উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপের দেহাংশ ! গ্রেফতার বন্যপ্রাণী পাচার চক্রের ৩ চাঁই

Last Updated:

পাচার চক্রে উত্তরপ্রদেশ যোগ ৷ মালদহ হয়ে পাচার হত বাংলাদেশে। এমনটাই জানিয়েছেন তদন্তকারী অফিসাররা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সেবক দেবশর্মা, মালদহ:- মালদহে পুলিশের জালে বন্যপ্রাণীর দেহাংশ পাচার চক্র । বিপুল পরিমাণ কচ্ছপের হাড় উদ্ধার। গ্রেফতার উত্তরপ্রদেশের তিন যুবক। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে ২ কুইন্টাল ৭০ কেজি কচ্ছপের হাড়।
কালিয়াচকে উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপের দেহাংশ !
কালিয়াচকে উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপের দেহাংশ !
advertisement

উদ্ধার হওয়া কচ্ছপ হাড়ের বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। আন্তর্জাতিক বাজারে এর মূল্য আরও কয়েকগুণ বেশি। উত্তরপ্রদেশের গোরখপুর থেকে ওই কচ্ছপের হাড় হাত বদলের জন্য মালদহের কালিয়াচকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ধৃত তিন যুবক সুরেশ, পাপ্পু ও নাওয়ালি উত্তরপ্রদেশের গোরক্ষপুর এলাকার বাসিন্দা। ধৃতদের বৃহস্পতিবার মালদহ আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। এর আগেও মালদহে একাধিকবার কচ্ছপ উদ্ধারের ঘটনা ঘটেছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই মিলেছে উত্তরপ্রদেশ যোগ।

advertisement

আরও পড়ুন- ডেলিভারির পর থেকেই যোনি থেকে প্রবল রক্তপাতে জেরবার; সদ্য প্রসূতিকে নতুন জীবন দিল কলকাতার হাসপাতাল

পুলিশ সূত্রে খবর, মালদহের কালিয়াচকের একটি চক্র কচ্ছপের দেহাংশ পাচারের কারবারে সঙ্গে যুক্ত। মালদহ সীমান্ত হয়ে কচ্ছপের হাড় ও দেহাংশ বাংলাদেশ পাচার হয় বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছেন তদন্তকারীরা । বাংলাদেশে কচ্ছপের দেহাংশের চাহিদা অনেকটাই বেশি । বাংলাদেশ হয়ে চিনেও যায় কচ্ছপের দেহাংশ । বিভিন্ন ওষুধ তৈরিতে কচ্ছপের দেহাংশ ব্যবহৃত হয় । তবে বহুমূল্য এই কচ্ছপের হাড় কালিয়াচকে কোথায় হাত বদল করা হত ? কারা এর বরাত দিয়েছিল উত্তরপ্রদেশের চক্রকে ? এখন সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের এই কারবার সম্পর্কে আরও বেশ কিছু নতুন তথ্য মিলতে পারে বলে ধারণা তদন্তকারীদের।

advertisement

আরও পড়ুন- লড়াই হল দুর্দান্ত ! ৩-২ গোলে ম্যাচ জিতল পর্তুগাল

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, দ্রুত এই চক্রের বাকীদের গ্রেফতারের চেষ্টা হবে । কচ্ছপের দেহাংশ পাচারের এই কারবারের সঙ্গে মালদহের স্থানীয় যোগাযোগ স্পষ্ট । যারা এই কারবার করছেন কাউকেই রেহাই করা হবে না।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
কালিয়াচকে উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপের দেহাংশ ! গ্রেফতার বন্যপ্রাণী পাচার চক্রের ৩ চাঁই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল