আড়াই বছরের সন্তানকে খুনের অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে ৷ শিশুটির বাবা পেশায় বিদ্যুৎকর্মী ৷ তিনি জানিয়েছেন, কাজ সেরে বাড়ি ফিরে ছেলে ও বউকে না দেখতে পেয়ে ভেবেছিলেন তারা বোধহয় মামারবাড়ি গিয়েছেন ৷ পরে বউকে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করে ভুল ভাঙে ৷ তখন খুঁজতে খুঁজতে বক্স খাটের ভিতর থেকে ছেলেকে উদ্ধার করেন তিনি ৷ ততক্ষণে মৃত্যু হয়েছে আড়াই বছরের ওই শিশুর ৷ এরপরই পুলিশে খবর দেয় মৃত শিশুর বাবা ৷ পুলিশ জানিয়েছে, বাচ্চাটির মুখে কাপড়ের দস্তানা দলা পাকিয়ে গোঁজা ছিল ৷ পলাতক মা ও তাঁর প্রেমিকের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ শিশুটির মায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের মামলা ৷
advertisement
Location :
First Published :
January 28, 2020 5:33 PM IST