TRENDING:

Delhi horror: মুখে পুরুষাঙ্গ! দিল্লিতে ১৪ বছরের কিশোরকে বিকৃত যৌনাচারে বাধ্য করল তিন নাবালক বন্ধু

Last Updated:

এই তিন অভিযুক্ত নাবালকের মধ্যে একজন রবিবার রাতে ওই নির্যাতিত কিশোরের মাকেই ঘটনার ভিডিও পাঠায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে চোদ্দ বছরের একটি ছেলেকে বিকৃত যৌনচারে বাধ্য করল তিন কিশোর৷ শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির হউজ খাস এলাকায়৷ শুধু বিকৃত যৌনচারে বাধ্য করাই নয়, তার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেয় তিন অভিযুক্ত৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

এই তিন অভিযুক্ত নাবালকের মধ্যে একজন রবিবার রাতে ওই নির্যাতিত কিশোরের মাকেই ঘটনার ভিডিও পাঠায়৷ এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই কিশোরের মা৷

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ছুরি দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে প্রথমে ওই কিশোরকে দিয়ে নিজেদের জুতো চাটতে বাধ্য করে তার তিন বন্ধু৷ এর পরে বিকৃত যৌনাচারে বাধ্য করা হয় তাকে৷

advertisement

আরও পড়ুন: রোজ রাতে বিকৃত যৌন তাড়না! স্বামীর গোপনাঙ্গে ‘হামলা’ স্ত্রীর, হাসপাতালে যুবক

ওই মহিলার ফোন পেয়েই পুলিশের একটি দল পৌঁছে তাঁর ছেলেকে উদ্ধার করে প্রথমে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যায়৷ এর পর তার কাউন্সিলিংয়েরও ব্যবস্থা করে পুলিশ৷

পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এলাকার একটি পার্কে খেলে বাড়ি ফিরছিল ওই কিশোর৷ তখনই তার তিন বন্ধু ওই কিশোরকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়৷ অভিযুক্ত ওই তিন জনের বয়সও ১২ থেকে ১৪-র মধ্যে৷

advertisement

এক পুলিশ আধিকারিকের কথায়, অভিযুক্তদের মধ্যে একজন ওই কিশোরকে ছুরি ধরে ভয় দেখায়৷ এর পর নিজের গোপনাঙ্গ ওই কিশোরের মুখ ঢুকিয়ে নিতে বাধ্য করে ওই অভিযুক্ত৷ বাকিরা এই ঘটনাটি মোবাইল বন্দি করে৷

এই ঘটনার কথা কাউকে জানালে ওই কিশোরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়৷ ভয়ে বাড়ি ফিরেও নিজের বাবা মাকে কিছু জানায়নি ওই নির্যাতিত কিশোর৷ পরে ওই অভিযুক্তরা ঘটনার ভিডিও তাঁর মোবাইল ফোনে পাঠানোর পর ঘটনার কথা জানতে পারেন নির্যাতিত কিশোরের মা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

অভিযুক্ত তিন জনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় বিকৃত যৌনাচার, ৫০৬ ধরায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ৷ তিন অভিযুক্তকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Delhi horror: মুখে পুরুষাঙ্গ! দিল্লিতে ১৪ বছরের কিশোরকে বিকৃত যৌনাচারে বাধ্য করল তিন নাবালক বন্ধু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল