এই তিন অভিযুক্ত নাবালকের মধ্যে একজন রবিবার রাতে ওই নির্যাতিত কিশোরের মাকেই ঘটনার ভিডিও পাঠায়৷ এর পরেই পুলিশের দ্বারস্থ হন ওই কিশোরের মা৷
সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ছুরি দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে প্রথমে ওই কিশোরকে দিয়ে নিজেদের জুতো চাটতে বাধ্য করে তার তিন বন্ধু৷ এর পরে বিকৃত যৌনাচারে বাধ্য করা হয় তাকে৷
advertisement
আরও পড়ুন: রোজ রাতে বিকৃত যৌন তাড়না! স্বামীর গোপনাঙ্গে ‘হামলা’ স্ত্রীর, হাসপাতালে যুবক
ওই মহিলার ফোন পেয়েই পুলিশের একটি দল পৌঁছে তাঁর ছেলেকে উদ্ধার করে প্রথমে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যায়৷ এর পর তার কাউন্সিলিংয়েরও ব্যবস্থা করে পুলিশ৷
পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এলাকার একটি পার্কে খেলে বাড়ি ফিরছিল ওই কিশোর৷ তখনই তার তিন বন্ধু ওই কিশোরকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে যায়৷ অভিযুক্ত ওই তিন জনের বয়সও ১২ থেকে ১৪-র মধ্যে৷
এক পুলিশ আধিকারিকের কথায়, অভিযুক্তদের মধ্যে একজন ওই কিশোরকে ছুরি ধরে ভয় দেখায়৷ এর পর নিজের গোপনাঙ্গ ওই কিশোরের মুখ ঢুকিয়ে নিতে বাধ্য করে ওই অভিযুক্ত৷ বাকিরা এই ঘটনাটি মোবাইল বন্দি করে৷
এই ঘটনার কথা কাউকে জানালে ওই কিশোরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়৷ ভয়ে বাড়ি ফিরেও নিজের বাবা মাকে কিছু জানায়নি ওই নির্যাতিত কিশোর৷ পরে ওই অভিযুক্তরা ঘটনার ভিডিও তাঁর মোবাইল ফোনে পাঠানোর পর ঘটনার কথা জানতে পারেন নির্যাতিত কিশোরের মা৷
অভিযুক্ত তিন জনের বিরুদ্ধেই ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় বিকৃত যৌনাচার, ৫০৬ ধরায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ৷ তিন অভিযুক্তকেই আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷