TRENDING:

Haridevpur: পরকীয়ায় বাধা, মেয়েকে পুড়িয়ে মারার ছক কষল মা? হরিদেবপুরে কীর্তি ফাঁস করল কিশোরী

Last Updated:

হরিদেবপুরের বাসিন্দা এক কিশোরীর মুখে এমন অভিযোগ শুনে চমকে উঠেছিলেন হরিদেবপুর থানার পুলিশ কর্মীরাও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ডেটিং অ্যাপে পরিচয় হয়েছিল প্রেমিকের সঙ্গে৷ কিন্তু মায়ের পরকীয়া সম্পর্কে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল মেয়ে৷ প্রেমিকের সঙ্গে মিলে তাই ১৬ বছরের সেই মেয়েকেই জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করলেন মা!
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

হরিদেবপুরের বাসিন্দা এক কিশোরীর মুখে এমন অভিযোগ শুনে চমকে উঠেছিলেন হরিদেবপুর থানার পুলিশ কর্মীরাও৷ যদিও নিজের অভিযোগের স্বপক্ষে একটি চ্যাটিং অ্যাপে মায়ের সঙ্গে প্রেমিকের কথোপকথনের স্ক্রিনশট পুলিশকে দেখায় ওই কিশোরী৷ সঙ্গে জমা দেয় বেশ কিছু ছবিও৷

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে দু-দু'টো খুন, পালাতে গিয়ে মৃত অভিযুক্ত নিজেও! চাঞ্চল্য মালদহে

advertisement

এই অভিযোগ পেয়েই কিশোরীর অভিযুক্ত মা এবং প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ৷ আজই তাঁদের আলিপুর আদালতে তোলা হবে৷ ধৃত ওই মহিলা রাজ্য সরকারের খাদ্য দফতরের কর্মী৷ তাঁর প্রেমিক রাজ্য পুলিশে কনস্টেবল পদে কর্মরত৷ তাঁকেও হুগলির চন্দননগর থেকে গ্রেফতার করেছে পুলিশ৷

জানা গিয়েছে, হরিদেবপুেরর একটি ফ্ল্যাটে ১৬ বছরের কিশোরী তার মায়ের সঙ্গে থাকত৷ দাম্পত্য কলহের জেরে কিশোরীর বাবা এবং মা আলাদা থাকেন৷ কিশোরীর অভিযোগ, সম্প্রতি সে ফ্ল্যাটে থাকা অবস্থাতেই তাতে আগুন ধরিয়ে দেন তার মা৷ কিন্তু প্রাণে বেঁচে যায় কিশোরী৷ এর পরেই প্রেমিকের সঙ্গে মায়ের কথোপকথন শুনে ফেলে সে৷ কিশোরীর দাবি, মেয়ে যে মারা যায়নি, ফোনে প্রেমিককে সেকথাই জানাচ্ছিলেন মা৷

advertisement

আরও পড়ুন: প্রেমিকার দেখা নেই, বন্ধ দরজা খুলতেই বীভৎস দৃশ্য, দেহ আগলে প্রেমিক!

মায়ের পরকীয়া সম্পর্ক নিয়ে নিশ্চিত হতে তাঁর মোবাইল ফোন পরীক্ষা করে দেখে ওই কিশোরী৷ সেখানেই একটি চ্যাটিং অ্যাপে মায়ের সঙ্গে তাঁর প্রেমিকের কথোপকথন নজরে আসে কিশোরীর৷ অভিযোগ, কিশোরীকে প্রাণে মারার ব্লু প্রিন্ট তৈরি করে দিয়েছিল মায়ের প্রেমিক৷ এমন কী, অ্যাসিড মেরেও তাকে প্রাণে মারা যায় কি না, সেই পরামর্শও মায়ের প্রেমিক দিয়েছিল বলে অভিযোগ কিশোরীর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালে কালীপুজোর থিমে অভিনব ভাবনা
আরও দেখুন

সূত্রের খবর, গত মার্চ মাসে এই প্রেমিকের সঙ্গে পরিচয় হয় খাদ্য দফতরের কর্মী ওই মহিলার৷ চ্যাটিং অ্যাপে মা এবং তাঁর প্রেমিকের কথোপকথনের স্ক্রিনশট নিয়ে হরিদেবপুর থানায় যায় কিশোরী৷ তারই ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনার কথা জেনে শিউরে উঠছেন কিশোরীর প্রতিবেশীরাও৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Haridevpur: পরকীয়ায় বাধা, মেয়েকে পুড়িয়ে মারার ছক কষল মা? হরিদেবপুরে কীর্তি ফাঁস করল কিশোরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল