TRENDING:

TCS Employee: স্ত্রী-ছেলেকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে খুন, পরে আত্মঘাতী বাঙালি ইঞ্জিনিয়র!

Last Updated:

TCS Employee: পুণের অওন্ধ এলাকায় একটি বহুতল আবাসন থেকে তিনটি দেহ উদ্ধার করে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুণে: স্ত্রী ও ছেলেকে খুন করে আত্মঘাতী ইঞ্জিনিয়র স্বামী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পুণেতে। পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী আইটি কর্মীর নাম সুদীপ্ত গঙ্গোপাধ্যায়, বয়স ৪৪। তিনি টিসিএস সংস্থায় কর্মরত ছিলেন। বুধবার পুণের অওন্ধ এলাকায় এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে। নিজের ৪০ বছরের স্ত্রী প্রিয়াঙ্কা গঙ্গোপাধ্যায় ও ৪ বছরের ছেলে তানিষ্ককে খুন করেন সুদীপ্ত।
এই বহুতল থেকে উদ্ধার ৩টি দেহ
এই বহুতল থেকে উদ্ধার ৩টি দেহ
advertisement

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন চতুশ্রুঙ্গি পুলিশ স্টেশনে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এর পর অওন্ধ এলাকায় একটি বহুতল আবাসন থেকে তিনটি দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, সুদীপ্ত নিজেই স্ত্রী ও ছেলেকে খুন করেছেন। তারপর নিজেকে শেষ করেছেন। ছেলে ও স্ত্রীকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মা ও ছেলের মুখে শ্বাসরোধ হওয়ার দাগ রয়েছে। পরে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুদীপ্ত।

advertisement

প্রিয়াঙ্কা ও সুদীপ্ত

আরও পড়ুন: মন্দিরের ভিতর ঢুকতেই চক্ষু চড়কগাছ, অশোকনগরে রাতে কী ঘটল? চাঞ্চল্য

আরও পড়ুন: প্রেম করে বিয়ের পর স্ত্রীকেই 'খুন'! স্বামীর এমন কাজের কারণ শুনলে হাঁ হয়ে যাবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রিয়াঙ্কার ভাই ব্যাঙ্গালোর থেকে এসেছিলেন পুণেতে। তিনি তাঁর বন্ধুর সঙ্গে গিয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন পুলিশের কাছে। কারণ পুণেতে আসার পর বোন বা পরিবারের কেউই ফোন তোলেননি। এরপরই সন্দেহ দানা বাঁধতে শুরু করে। কিন্তু কী কারণে বাঙালি এই ইঞ্জিনিয়ার এমন ভয়ঙ্কর ঘটনা ঘটালেন তার কোনও কারণ এখনও বলতে পারেনি পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
TCS Employee: স্ত্রী-ছেলেকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে খুন, পরে আত্মঘাতী বাঙালি ইঞ্জিনিয়র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল